CBI Investigation: তৃণমূল নেতা খুনে সিবিআই তদন্ত চাইলেন কংগ্রেসের নেপাল

Last Updated:

আদ্রার শহর তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবের খুনের ঘটনার তদন্তেভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবি কংগ্রেসের

+
title=

পুরুলিয়া: আদ্রার শহর তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবের খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাল কংগ্ৰেস। শাসক দলের এই নেতার মৃত্যুর ঘটনায় কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীকে গ্রেফতার করেছে। যদিও কংগ্রেসের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দেই খুন হয়েছেন ওই নেতা। তাদের অভিযোগ, পুরুলিয়ায় কংগ্রেসকে ভয় পাচ্ছে তৃণমূল। তাই চক্রান্ত করে তাদের নেতাকর্মীদের ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চলছে। প্রকৃত সত্য উদঘাটনের জন্য সিবিআই তদন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন জেলা কংগ্রেসের সভাপতি নেপাল মাহাত।
দু’দিন আগে দলীয় কার্যালয়ে বসে থাকার সময় দুষ্কৃতীরা এসে গুলি করে ধনঞ্জয় চৌবেকে খুন করে। তাঁর দেহরক্ষীর উপরও এলোপাতাড়ি গুলি চালানো হয়। এই হত্যাকাণ্ড নিয়ে সরগরম পুরুলিয়া জেলার পাশাপাশি গোটা রাজ্য রাজনীতি। এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে আদ্রার বেকো গ্রাম থেকে কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার করা হয়। ‌ যদিও গোটা ঘটনার সঙ্গে তাঁদের প্রার্থীর যোগের তত্ত্ব উড়িয়ে দিয়েছেন নেপাল মাহাত। তিনি বলেন‌, যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। এর তীব্র নিন্দা করছি। ‌এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত আছে তা বার করতে নিরপেক্ষ তদন্ত করুক সিবিআই। ‌সিবিআই তদন্ত হলে তবেই আসল সত্য প্রকাশ্যে আসবে বলে তিনি মন্তব্য করেন।
advertisement
advertisement
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমাকে কেন্দ্র করে বারবার উত্তপ্ত হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকা। তৃণমূলের পাশাপাশি বিরোধীদের বেশ কয়েকজন কর্মীও খুন হন। কিন্তু পুরুলিয়ার এই তৃণমূল নেতা খুনের ঘটনায় সরাসরি কংগ্রেস প্রার্থীর দিকে অভিযোগের আঙুল ওঠায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। শাসকদলের অভিযোগ, ভোটে পরাজয় নিশ্চিত বুঝে তাদের নেতাদের উপর হামলা করছে বিরোধীরা।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
CBI Investigation: তৃণমূল নেতা খুনে সিবিআই তদন্ত চাইলেন কংগ্রেসের নেপাল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement