Malda News: সমস্যা সমাধানে বর্ষার আগেই হাইড্রেন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
নিকাশি সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন পুরাতন মালদহ পুরসভার বাসিন্দারা। অবশেষে পুরসভার উদ্যোগে বর্ষার আগে শুরু হল হাইড্রেন তৈরির কাজ
মালদহ: দীর্ঘদিন ধরে এলাকার নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা। বর্ষাকালে এলাকায় জল জমে থাকা পরিচিত দৃশ্য হয়ে ওঠে। বৃষ্টির জমা নোংরা জল মাড়িয়ে চলাচল করতে হতো এলাকাবাসীকে। ফলে ক্ষোভ জমছিল বাসিন্দাদের মধ্যে। এলাকার নিকাশি ব্যবস্থার উন্নতির দাবিতে বহুবার পুরাতন মালদহ পুরসভার দ্বারস্থ হন স্থানীয়রা। অবশেষে জমা জলের সমস্যা থেকে রেহাই পেতে চলেছেন তাঁরা। বর্ষা ভালোভাবে শুরু হওয়ার আগেই এলাকায় হাইড্রেন তৈরি করে দেওয়ার উদ্যোগ নিল পুর কর্তৃপক্ষ।
পুরাতন মালদহ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের মির্জাপুর এলাকায় প্রায় ১৩ লক্ষ টাকা ব্যয়ে নতুন হাইড্রেন তৈরির কাজের শিলান্যাস করলেন উপ পুরপ্রধান সফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কাউন্সিলর বিভূতি ঘোষ, স্থানীয় তৃণমূল নেতা নবরঞ্জন সিনহা সহ বিশিষ্টজনেরা। দীর্ঘদিন ধরে মির্জাপুর এলাকায় সামান্য বৃষ্টিতেই জল জমে যেত বলে অভিযোগ। এই সংক্রান্ত দুর্ভোগ থেকে এলাকার মানুষকে মুক্ত করতেই এই বিশেষ হাইড্রেন তৈরি উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ।
advertisement
advertisement
রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের আর্থিক সহযোগিতায় ১৩ লক্ষ টাকা ব্যয়ে এই হাইড্রেন তৈরি করা হচ্ছে। এই ঘটনায় খুশি এলাকার মানুষ। আগামী কয়েক দিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে বলে পুরাতন মালদহ পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। শুধুমাত্র মির্জাপুর নয়, এই নর্দমা তৈরি হলে আশেপাশের বেশ কয়েকটি এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন।
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2023 8:24 PM IST