হোম /খবর /বীরভূম /
পড়ে থাকা প্লাস্টিকের ড্রাম, খুলে দেখা গেল ভর্তি তাজা বোমায়!

Birbhum News: পড়ে থাকা প্লাস্টিকের ড্রাম, খুলে দেখা গেল ভর্তি তাজা বোমায়!

X
পড়ে [object Object]

ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হলো বীরভূমে । এবার বীরভূমের রামপুরহাট থানার বারোমেসিয়া পাথর শিল্পাঞ্চল এলাকা থেকে ড্রাম ভর্তি ৬ টি বোমা উদ্ধার হয়

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

বীরভূম: আবারও ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হলো বীরভূমে । এবার বীরভূমের রামপুরহাট থানার বারোমেসিয়া পাথর শিল্পাঞ্চল এলাকা থেকে ড্রাম ভর্তি ৬ টি বোমা উদ্ধার হয়।মঙ্গলবার সকালে পাথর শিল্পাঞ্চল এলাকায় কাজ করতে আসা শ্রমিকেরা পরিত্যক্ত অবস্থায় একটি প্লাষ্টিকের ড্রাম দেখতে পান ।

আরও পড়ুন: পাচারের ঠিক আগে ১৬ টন কয়লা বাজেয়াপ্ত বীরভূমে

তারা ড্রামটি খুলে দেখতে পান তার মধ্যে বোমা রয়েছে। তারপর তারা রামপুরহাট থানার পুলিশ কে খবর দিলে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জায়গাটি ঘিরে রাখে।। রামপুরহাট থানার পুলিশ বম্ব স্কোয়ার্ডে খবর দেয়। বম্ব স্কোয়ার্ড ঘটনাস্থলে এসে উদ্ধার হওয়া বোমা গুলি নিষ্ক্রিয় করে।এই ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ, কে বা কারা এই বোমা মজুদ রেখেছে সেই নিয়ে।

আরও পড়ুন: একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন পুলিশ মা!

 প্লাষ্টিকের ড্রামের মধ্যে বোমা উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়েছে বারোমেসিয়া পাথর শিল্পাঞ্চল এলাকায়৷ একসঙ্গে এত বোমা কিভাবে এল তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে৷ আশা করা যায় তদন্তের এই ড্রামভর্তি নিয়ে ধোঁয়াশা কেটে যাবে৷

Published by:Ankita Tripathi
First published: