Birbhum News: দুবরাজপুরের ভয়ঙ্কর বিস্ফোরণ! গ্রেফতার এক ব্যক্তি, আটক করা হল আরও একজনকে
- Reported by:SUBHADIP PAL
- news18 bangla
- Published by:Teesta Barman
Last Updated:
Birbhum News: এলাকাবাসীরা জানান, ওই দিন হঠাৎ বিস্ফোরণে বিকট শব্দ ওঠে। তার পরেই তাঁরা বাইরে বেরিয়ে দেখেন এই কাণ্ড। ঘটনার খবর পাওয়া মাত্র এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌছায়।
বীরভূম: দুবরাজপুরের বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার এক, আটক আরও এক বলে পুলিশ সূত্রে খবর৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম, সেখ মরিলাল। সম্পর্কে তিনি সেখ সফিকের দাদা। ঘটনার সূত্রপাত, সোমবার দুপুরে। দুবরাজপুরের পদুমা পঞ্চায়েতের ঘোড়াপাড়া এলাকায় বাসিন্দা সেখ সফিকের বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে বাড়ির কনক্রিটের চিলেকোঠা ভেঙে যায়। বাড়ির দেওয়ালে ফাটল ধরে যায়।
এলাকাবাসীরা জানান, ওই দিন হঠাৎ বিস্ফোরণে বিকট শব্দ ওঠে। তার পরেই তাঁরা বাইরে বেরিয়ে দেখেন এই কাণ্ড। ঘটনার খবর পাওয়া মাত্র এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌছায় এবং পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল ঘিরে রাখা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সফিকের বাড়ির চিলেকোঠায় বোমা মজুত করে রাখা হয়েছিল। সেখান থেকেই কোনও ভাবে বিস্ফোরণ হয়। কিন্তু ঘটনার পর থেকেই চম্পট দেয় সফিক ও তাঁর পরিবারের লোকজন।
advertisement
advertisement
ঘটনার তদন্তে নেমে পুলিশ সফিকের সন্ধান করতে করে। সেই তদন্তে করতে গিয়েই মরিলাল সেখকে পুলিশ প্রথমে আটক করে৷ পরে তাঁকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মরিলাল সফিকের দাদা। তবে এখনও মূল অভিযুক্ত সফিকের খোঁজ চালাচ্ছে পুলিশ।
advertisement
Subhadip Pal
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 6:17 PM IST








