Birbhum News : পাইলসের ব্যথায় নাজেহাল, রোগীকে চিকিৎসা পাইয়ে দিতে যা করলেন শতাব্দী রায়
- Published by:Rachana Majumder
- local18
Last Updated:
Birbhum News : সাংসদকে সামনে পেয়ে তাঁরা তাদের অসুবিধার কথা জানান৷ সাংসদ শতাব্দী রায় তৎক্ষণাৎ বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রী আরিকে ফোন করে চিকিৎসা করানোর আশ্বাস জোগাড় করেন। মিলন মাহারাকে সিউড়িতে দেখা করতে বলা হয় এবং বাকি চিকিৎসার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ তা করা হবে বলে জানানো হয়।
বীরভূম: দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে 'দিদির দূত' হিসাবে গ্রামে গ্রামে ঘুরতে গিয়ে বিভিন্ন জায়গায় সাংসদ বিধায়কদের বিক্ষোভের সম্মুখীন হতে হচ্ছে। তবে এই সকল ক্ষোভ বিক্ষোভ থাকলেও আবার অনেকেই রয়েছেন যাঁরা তৎক্ষণাৎ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিক সেই রকমই চিকিৎসা পাওয়ার আশ্বাস পেয়ে রোগমুক্ত হওয়ার আশা জাগল বীরভূমের এক পাইলস রোগীর।
মহম্মদ বাজার ব্লকের ভুতুরা গ্রাম পঞ্চায়েতের মিলন মাহারা নামে এক ব্যক্তি দীর্ঘ পাঁচ ছয় মাস ধরে পাইলসের ব্যথায় ভুগছেন। এমন অসহ্য ব্যথা থেকে মুক্তি পেতে বিভিন্ন জায়গায় তিনি চিকিৎসা করান। তবে সব জায়গাতেই বলা হয় অপারেশনের কথা। আর্থিকভাবে পিছিয়ে থাকা মিলন মাহারা অপারেশনের টাকা জোগাড় করতে না পেরে ব্যথা নিয়েই কোনক্রমে বেঁচে রয়েছেন। তিনি এবং তাঁর স্ত্রী রবিবার মহম্মদ বাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এসেছিলেন আর সেখানে এসে দেখতে পান সাংসদ শতাব্দী রায়কে।
advertisement
সাংসদকে সামনে পেয়ে তাঁরা তাদের অসুবিধার কথা জানান৷ সাংসদ শতাব্দী রায় তৎক্ষণাৎ বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রী আরিকে ফোন করে চিকিৎসা করানোর আশ্বাস জোগাড় করেন। মিলন মাহারাকে সিউড়িতে দেখা করতে বলা হয় এবং বাকি চিকিৎসার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ তা করা হবে বলে জানানো হয়।
advertisement
advertisement
মিলন মাহারার স্ত্রী মিনু মাহারা জানান, বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ নিয়েছেন তাঁরা৷ অপারেশনেরও অনেক খরচ বলে জানানো হয়। এই অপারেশন স্বাস্থ্য সাথী কার্ডে হবে না বলেও দাবি করা হয়। এমন পরিস্থিতিতে তাঁরা অপারেশন করাতে পারছিলেন না। এখন সাংসদের আশ্বাসে আশার আলো দেখছেন।
মাধব দাস
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 8:32 PM IST