Indian Railway: ভারতের সবচেয়ে দূরের এক্সপ্রেস ট্রেন গন্তব্যে পৌঁছয় সাড়ে ৩ দিনে! অপরটি মাত্র ৮ মিনিটে
- Published by:Suman Biswas
Last Updated:
Indian Railway: ভারতীয় রেলের সব দূরপাল্লার ট্রেনেই নির্দিষ্ট সময় রয়েছে ছাড়ার এবং পৌঁছনোর। সেই নিরিখে দেশের সবচেয়ে লম্বা রুটের ট্রেন হল বিবেক এক্সপ্রেস। যা কন্যাকুমারী থেকে ডিব্রুগড় পর্যন্ত যায়।
advertisement
ভারতীয় রেলের সব দূরপাল্লার ট্রেনেই নির্দিষ্ট সময় রয়েছে ছাড়ার এবং পৌঁছনোর। সেই নিরিখে দেশের সবচেয়ে লম্বা রুটের ট্রেন হল বিবেক এক্সপ্রেস। যা কন্যাকুমারী থেকে ডিব্রুগড় পর্যন্ত যায়। ট্রেনটি তার পুরো পথ অতিক্রম করতে সময় নেয় সাড়ে ৮২ ঘণ্টা। রেল সূত্রে খবর, এটাই ভারতীয় রেলে লেখা সময়। বাস্তবে তা এদিক ওদিকও হয়।
advertisement
advertisement
advertisement