হোম /খবর /বীরভূম /
সিবিআই হেফাজতে কী ভাবে 'গাফিলতি'? লালন শেখের মৃত্যুতে বিচারপতির দৃষ্টি আকর্ষণ

সিবিআই হেফাজতে কী ভাবে 'গাফিলতি'? লালন শেখের মৃত্যুতে বিচারপতির দৃষ্টি আকর্ষণ

নিজেদের হেফাজতে থাকা অবস্থায় বগটুই কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্য়ু নিয়ে যথেষ্ট বিপাকে সিবিআই। কীভাবে লালন শেখের মৃত্য়ু হল, রাতেই দিল্লির সিবিআই দফতর থেকে সেই বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বগটুই তদন্তের দায়িত্বে থাকা সিবিআই আধিকারিকদের থেকে

আরও পড়ুন...
  • Share this:

#রামপুরহাট: রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হল এদিন। দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।

নিজেদের হেফাজতে থাকা অবস্থায় বগটুই কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্য়ু নিয়ে যথেষ্ট বিপাকে সিবিআই। কীভাবে লালন শেখের মৃত্য়ু হল, রাতেই দিল্লির সিবিআই দফতর থেকে সেই বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বগটুই তদন্তের দায়িত্বে থাকা সিবিআই আধিকারিকদের থেকে। এর পাশাপাশি, লালন শেখের রহস্য় মৃত্য়ুর ঘটনায় বিভাগীয় তদন্তও শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: রামপুরহাট মেডিক্যালে বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের ময়নাতদন্ত, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

পুলিশ সূত্রে খবর, লালন শেখ বাথরুমে গিয়ে আত্মহত্য়া করেছেন বলে সিবিআই-এর তরফে জানানো হয়েছে। যদিও লালনের পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। ঘটনার সময় দুই তদন্তকারী অফিসার আদালতে গিয়েছিলেন বলে সিবিআই সূত্রে খবর। সেই সময় অন্য়ান্য় আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানরা কী করছিলেন, সেই সমস্ত প্রশ্নও উঠছে।

আরও পড়ুন: হুকিং-এর ভিডিও করতে গিয়ে বিপাকে তৃণমূল পঞ্চায়েত সদস্যা! ভয়ঙ্কর কাণ্ড ঘটল

এদিন আাদালতে এ নিয়ে একটি বিশেষ আবেদন দাখিল করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। সেই আর্জিতে ওই আইনজীবী আবেদন করেন হাইকোর্চের কোনও বিচারপতির পর্যবেক্ষণে এই গোটা বিষয়টির তদন্ত করা হোক। এ নিয়ে দ্রুত পদক্ষেপ করার আর্জিও জানান তিনি। সব্যসাচীর আবেদনের প্রেক্ষিতে মামলা দায়ের করার অনুমতিও দিয়েছেন বিচারপতি। মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে আজ অথবা আগামিকাল শুনানির সম্ভাবনা। এর আগে বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

বগটুই হত্য়াকাণ্ডের ঘটনায় অন্য়তম মূল অভিযুক্ত ছিলেন লালন শেখ। গত ৩ ডিসেন্বর লালনকে ঝাড়খণ্ডের পাকুড় থেকে গ্রেফতার করেছিল সিবিআই। প্রথমে তাঁকে ৬ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত।

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Bogtui case, CBI, Kolkata Highcourt