হুকিং-এর ভিডিও করতে গিয়ে বিপাকে তৃণমূল পঞ্চায়েত সদস্যা! ভয়ঙ্কর কাণ্ড ঘটল

Last Updated:

এলাকার কয়েক জনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি।

#পূর্ব বর্ধমান: হুকিং করে ঝাড়া হচ্ছিল ধান। সেই ছবি মোবাইল ক্যামেরা বন্দি করছিলেন পঞ্চায়েত সদস্যা। তার জন্য তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। শুধু তাই নয়, তাঁর বাড়িতে হামলাও চালানো হয় বলে অভিযোগ। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের শাঁখারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কেশবপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। পঞ্চায়েত সদস্যাকে মারধরের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিজেদের খামারে নতুন ধান তোলা হয়েছে। তা দেখতে গিয়ে আক্রমণের মুখে পড়লেন শাঁখারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা মেহেরুন্নেসা খাতুন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খন্ডঘোষ ব্লকের কেশবপুর পশ্চিম পাড়ায়। এ ব্যাপারে এলাকার কয়েক জনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। নির্যাতিতা পঞ্চায়েত সদস্যার দাবি, হামলাকারীরা বিজেপি করে।
জানা গিয়েছে যে, শাঁখারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য মেহেরুন্নেসা খাতুন নিজেদের খামারে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় এলাকারই বিদ্যুৎ, মির কালো সহ তিন জন তৃণমূলের নামে কুকথা বলে তাঁকে উত্যক্ত করার চেষ্টা করে। তাদের মধ্যে বিদ্যুৎ নামে এক ব্যক্তি সেখান থেকে উঠে গিয়ে হুকিং করে ধান ঝাড়ছিলেন। বিষয়টি চোখে পড়তেই সে ছবি মোবাইল ক্যামেরাবন্দি করার চেষ্টা করেন মেহেরুন্নেসা।
advertisement
advertisement
সেই সময় বিদ্যুৎ নামক ওই ব্যক্তি ধাক্কা মেরে তাঁকে ফেলে দেন বলে অভিযোগ। মোবাইল কেড়ে নেওয়ার পাশাপাশি তাঁর আঙুলও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর পরিবারের সদস্যদের একত্রিত করে এনে শাঁখারী এক নম্বর পঞ্চায়েত সদস্যার বাড়িতে চড়াও হয়। জিনিসপত্র ভাঙচুর করে বলে অভিযোগ।
advertisement
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মির কালো। তিনি জানান, এখানে কেউ বিজেপি করে না। আমরা সকলেই তৃণমূল কংগ্রেস করি।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় খণ্ডঘোষ থানার পুলিশ। ঘটনায় কেন্দ্র করে বিজেপি তৃণমূল চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি অশান্তি করার জন্য প্ররোচনা তৈরি করছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন। বিজেপির বক্তব্য মিথ্যে অভিযোগে তাদের কর্মীদের ফাাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হুকিং-এর ভিডিও করতে গিয়ে বিপাকে তৃণমূল পঞ্চায়েত সদস্যা! ভয়ঙ্কর কাণ্ড ঘটল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement