Birbhum: ১৪ নং জাতীয় সড়কে ফের পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বীরভূমের একাংশের উপর দিয়ে যাওয়া জাতীয় সড়কে পথদুর্ঘটনায় ঘটনায় নিত্যদিন ঘটে চলেছে। ঠিক সেই ধারাবাহিকতা বজায় রেখে বুধবার বিকাল বেলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর।
#বীরভূম : বীরভূমের একাংশের উপর দিয়ে যাওয়া জাতীয় সড়কে পথদুর্ঘটনায় ঘটনায় নিত্যদিন ঘটে চলেছে। ঠিক সেই ধারাবাহিকতা বজায় রেখে বুধবার বিকাল বেলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। অন্যদিকে এই পথ দুর্ঘটনায় আহত হয়েছেন ওই মোটর বাইকে থাকা আরও এক ব্যক্তি। যদিও মৃত এবং আহত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। বুধবার সন্ধ্যাবেলায় এই পথ দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত ১৪ নম্বর জাতীয় সড়কে। সিউড়ি থেকে তিনপাড়া যাওয়ার মাঝামাঝি জায়গায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মহঃবাজারের দিক দিয়ে একটি লরি আসছিল সিউড়ির দিকে এবং সিউড়ির দিক থেকে একটি মোটর বাইকের দুজন যাচ্ছিলেন মহঃবাজারের দিকে। সেই সময় ওই মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারালে দুজন যাত্রী বাইক থেকে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে অপর দিক থেকে আসা লরিটি তাদের পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের এবং অন্য আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ ৫৮ বছরের পুরাতন ফুটবল টুর্নামেন্টে মজল দুবরাজপুর
প্রত্যক্ষদর্শী মুক্তি মাল জানিয়েছেন, \"বিকাল সাড়ে পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। একই দিকে একটি টোটো এবং ওই মোটরবাইকটি যাচ্ছিল। সেই সময় টোটোটিকে ওভারটেক করার সময় ওই মোটর বাইকটি মাঝে পড়ে এবং নিয়ন্ত্রণ রাখতে না পেরে মোটর বাইকের দুজন পড়ে যান। তখনই তাদের পিষে দেয় লরিটি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে সাময়িকভাবে যানজট তৈরি হয় এবং সিউড়ি থানার পুলিশ নিয়ে মৃত ও আহত ব্যক্তিদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসার পাশাপাশি জাতীয় সড়ক যানজট মুক্ত করে।\"
advertisement
advertisement
আরও পড়ুনঃ পাড়ায় বসেই জাতি শংসাপত্র! অভিনব উদ্যোগ জেলা প্রশাসনের
প্রসঙ্গত, গত ২১ অগাস্ট এই একই জাতীয় সড়কে মহঃবাজার জয়পুর পেট্রোল পাম্পের কাছে একইভাবে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুজন বাইক আরোহীর। ১৪ নম্বর জাতীয় সড়কে দিন দিন এইভাবে পথ দুর্ঘটনা বৃদ্ধি পাওয়া এবং মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের দাবি, মরণ ফাঁদে পরিণত হয়েছে জাতীয় সড়ক।
advertisement
Madhab Das
Location :
First Published :
August 24, 2022 8:27 PM IST