Bankura News: বট গাছের তলায় উপ-পুরপ্রধানের কার্যালয়! রাজনীতিবিদ মানেই 'বিলাসের' উল্টো ছবি বাঁকুড়ায়
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
ঝাঁ চকচকে অফিসের বদলে বট গাছের তলায় বসে পরিষেবা দিচ্ছেন উপ-পুরপ্রধান! ধরা পড়ল অবাক দৃশ্য
বাঁকুড়া: উপ-পুরপ্রধান বট গাছের তলায় বসে অফিস করছেন! সেই গাছ তলায় এসেই অভাব অভিযোগ জানিয়ে যাচ্ছে আমজনতা। এমনই অবাক দৃশ্য দেখা গেল বাঁকুড়ায়। শহরের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বাঁকুড়া পুরসভার উপ-পুরপ্রধান হীরালাল চট্টরাজ প্রতিদিন এভাবেই এলাকার মানুষকে পরিষেবা দিয়ে থাকেন।
বাঁকুড়ার উপ- পুরপ্রধানের গাছ তলায় বসে অফিস করার মধ্যে দিয়েই চমকের শেষ নয়। তিনি প্রতিদিন সকালে সাইকেল নিয়ে ওয়ার্ডের বাড়ি বাড়ি ঘুরে সবার খবর নেন। নেতা মানেই ঝাঁ চকচকে গাড়ি, বাড়ি দেখতে অভ্যস্ত হয়ে উঠেছে আমজনতা। সেখানে বাঁকুড়ার উপ-পুরপ্রধানের এমন সরল সাদামাঠা জীবন নজর কাড়তে বাধ্য।
advertisement
advertisement
হীরালাল চট্টরাজের নিজস্ব কার্যালয় বলতে ওই বট গাছের তলা। যেখানে গেলেই দেখা যাবে বড় বড় হরফে লেখা রয়েছে ‘উপ-পুরপ্রধানের কার্যালয়’। রুটিন মাফিক গাছ তলাতেই চলে তাঁর অফিস। চলে মানুষের আনাগোনা। কিন্তু কেন? ঝাঁ চকচকে এসি লাগানো অফিসের বদলে এমন জায়গায় বসে এবং সাইকেল নিয়ে ঘুরে মানুষকে পরিষেবা দেওয়া প্রসঙ্গে প্রশ্ন করলে এই জনপ্রতিনিধি বলেন, পেট্রল-ডিজেলের দাম দিনের পর দিন বাড়ছে। তাছাড়া সাইকেল নিয়ে ঘুরে বেড়ালে মানুষের কাছে গিয়ে মুখোমুখি কথা বলা যায়। এতে সাধারণ মানুষ আরও বেশি রিলেট করতে পারেন।
advertisement
বাঁকুড়ার উপ-পুরপ্রধানের এমন সাদামাঠা জীবন যাপন ও কর্মপদ্ধতি ইতিমধ্যেই নজর কেড়েছে শহরবাসীর। তাঁরা চাইছেন আগামী দিনে রাজনীতিতে আরও এমন স্বচ্ছ ভাবমূর্তির মানুষ বেশি করে আসুন।
নীলাঞ্জন ব্যানার্জী
Location :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2023 1:28 PM IST