Bankura Accident: নয়ানজুলিতে উল্টে গেল আস্ত ট্রাক্টর! ঘটনাস্থলে মৃত ২ কিশোর, জখম ৪

Last Updated:

Bankura Accident: ট্রাক্টর ধুতে যাওয়ার পথে চরম বিপদ! নয়নজুলিতে উল্টে গেল আস্ত ট্রাক্টর। ঘটনায় মৃত ২ কিশোর এবং জখম ৪ জন। প্রত্যেকেরই বয়স ১৮ বছরের মধ্যে৷ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা।

+
ট্র্যাক্টর

ট্র্যাক্টর তোলা হচ্ছে

বাঁকুড়া: ট্রাক্টর ধুতে যাওয়ার পথে চরম বিপদ! নয়নজুলিতে উল্টে গেল আস্ত ট্রাক্টর। ঘটনায় মৃত ২ কিশোর এবং জখম ৪ জন। প্রত্যেকেরই বয়স ১৮ বছরের মধ্যে৷ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা।
পাত্রসায়ের থানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের আসুনবুনি গ্রামে এক ট্রাক্টর মালিক নিজের ১৮ বছরের ভাইপো জীবন বাগদী কে দিয়ে হারভেস্টার সমেত ট্রাক্টর টি ধোয়ার জন্য পাঠায় গ্রামের পাশে রাস্তার একটি খালে, ওই কিশোর ট্রাক্টরটি ধোওয়ার জন্য গাড়িতে চাপায় তার গ্রামের বেশ কয়েকজন বন্ধুকে। সূত্রের খবর ট্রাক্টরটি ধুতে আসার পথে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারায়, এরপর রাস্তার সাইডে একটি গর্তে পড়ে ট্রাক্টরটি উল্টে যায় নয়ানজুলিতে।
advertisement
advertisement
ট্রাক্টরের তলায় চাপা পড়ে সকলেই। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে প্রত্যেককেই উদ্ধার করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আবির বাগদি বয়স ১৬ বছর এবং দীপু বাগদি বয়স ১৪ বছর এই দুই কিশোরের। ঘটনায় আহত হয় আরও চার কিশোর৷ প্রত্যেকের নাম  জীবন বাগদী বয়স ১৮, রাজ বাগদী বয়স ১৩, আকাশ বাগদী বয়স ১৬, বাপ্পা বাগদী বয়স ১২, সকলেরই বাড়ি আসনবুনি গ্রামে।
advertisement
মৃত ২ জনের সঙ্গে আহত ৪ জনকে আনা হয় সোনামুখী গ্রামীণ হাসপাতালে। ট্রাক্টর চালক জীবন বাগদির অবস্থার অবনতি হলে তাকে রেফার করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছাড়ায়। কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে পুলিশ।
advertisement
তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে প্রত্যেককে উদ্ধার করলেও শেষরক্ষা হয়নি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় আবির ও দীপু নামে দুই কিশোরের। ঘটনায় আহত হয় চার কিশোর।
নীলাঞ্জন ব্যানার্জী
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura Accident: নয়ানজুলিতে উল্টে গেল আস্ত ট্রাক্টর! ঘটনাস্থলে মৃত ২ কিশোর, জখম ৪
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement