advertisement

Crime news: বৌমার গলার নলি কেটে গোবর গ্যাসের ট্যাঙ্কে দেহ, বাঁকুড়ায় ধৃত শ্বশুর শাশুড়ি!

Last Updated:

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ছয়েক আগে শালতোড়ার বিষজোড় গ্রামের এক যুবককে ভালোবেসে বিয়ে করেন। পরবর্তীতে পার্শ্ববর্তী ঢেকিয়া গ্রামের কাজু ঘটকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
প্রিয়ব্রত গোস্বামী,  বাঁকুড়া: নিজের ঘরে পুত্রবধূর গলার নলি কেটে খুন করে গোবর গ্যাসের ট্যাঙ্কের মধ্যে দেহ লুকিয়ে রাখার চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ উঠল শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে৷ ঘটনায় প্রত্যক্ষ যোগসাজসের অভিযোগ উঠেছে বধূর স্বামীর বিরুদ্ধেও।
নৃশংস এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শালতোড়া থানার ঢেকিয়া গ্রামে। ওই গোবর গ্যাসের ট্যাঙ্ক থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধারের পাশাপাশি শ্বশুর শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে স্বামীকেও।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। ওই দিন আচমকাই শালতোড়া থানার ঢেকিয়া গ্রামে নিজের শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে যান মোনালিসা ঘটক নামেওই গৃহবধূ। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর শুক্রবার মোনালিসার স্বামী কাজু ঘটক মোনালিসার বাবা ও মাকে সঙ্গে নিয়ে শালতোড়া থানায় হাজির হয়ে স্ত্রী নিখোঁজ বলে অভিযোগ জানান।
advertisement
advertisement
স্ত্রী নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গে নিজের বাবা সুজিত ঘটক ও মা ইতু ঘটকও নিখোঁজ হয়ে গেছে বলে পুলিশকে জানায় কাজু। সেই সময়ই মোনালিসার বাপের বাড়ির লোকজন পুলিশকে জানায়, পণের দাবিতে দীর্ঘদিন ধরেই মোনালিসার শ্বশুর শাশুড়ি তাঁঁর উপরে অত্যাচার চালাচ্ছিল। মোনালিসার নিখোঁজ হওয়ার সঙ্গেও এর সম্পর্ক থাকতে বলে আশঙ্কা প্রকাশ করে নিখোঁজ গৃহবধূর বাবা-মা৷
advertisement
ঘটনার তদন্তে নেমে প্রথমেই মোনালিসার শ্বশুর শাশুড়ির খোঁজ শুরু করে পুলিশ। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় মোনালিসার স্বামী কাজু ঘটককেও। শেষ পর্যন্ত বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে মৃতার শ্বশুর শাশুড়ি বিষ্ণুপুর থানার হিংজুড়ি গ্রামে তাঁদের এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে আছে। সেখানে হানা দিয়ে নিখোঁজ বধূর শ্বশুর শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের মুখে নিখোঁজ বধূর শ্বশুর, শাশুড়ি ভেঙে পড়ে।
advertisement
এর পরই পুলিশ ঢেকিয়া গ্রামে হানা দিয়ে মৃতার প্রতিবেশীর গোবর গ্যাসের একটি ট্যাঙ্ক থেকে দেহ উদ্ধার করে। আজ দেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানোর পাশাপাশি মৃতার শ্বশুর সুজিত ঘটক ও শাশুড়ি ইতু ঘটককে বাঁকুড়া জেলা আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ছয়েক আগে শালতোড়ার বিষজোড় গ্রামের এক যুবককে ভালোবেসে বিয়ে করেন। পরবর্তীতে পার্শ্ববর্তী ঢেকিয়া গ্রামের কাজু ঘটকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি৷ তাঁকে বিয়ে করে ঢেকিয়া গ্রামে কাজু ঘটকের বাড়িতেই থাকতে শুরু করেন মোনালিসা। শুধু পণের জন্য অত্যাচার নাকি চেষ্টা চালানোর পাশাপাশি এই খুনের পিছনে বধূর স্বামীর কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
মৃতার বাপের বাড়ির অভিযোগ, স্বামী কাজু ঘটকের প্রত্যক্ষ মদত ও যোগসাজসেই এই ঘটনা ঘটিয়েছে মোনালিসার শ্বশুর শাশুড়ি। গোটা ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতার বাপের বাড়ির লোকজন।
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Crime news: বৌমার গলার নলি কেটে গোবর গ্যাসের ট্যাঙ্কে দেহ, বাঁকুড়ায় ধৃত শ্বশুর শাশুড়ি!
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement