Bankura News|| বাঁকুড়া রাজগ্রামের পরিচিতি তাঁতের গামছায়, জানে কেমন সেই গামছা? দেখে নিন

Last Updated:

Bankura Special Gamcha: হাতে বোনা তাঁতের গামছা । কোমল সুতোর গামছা স্পর্শ করলেই যেন ছোঁয়া লাগছে গ্রাম বাংলার। ভাবছেন কোথায় পাবেন এই গামছা ?

+
তৈরি

তৈরি হচ্ছে বিশেষ গামছা।

#বাঁকুড়া: হাতে বানানো তাঁতের গামছা। যেমন নরম, সেইরকম টেকসই। বছরের পর বছর ধরে চলে আসছে বাঁকুড়ার রাজগ্রামের তাঁত শিল্পীদের বিশেষ গামছা বানানোর ঐতিহ্য। অজানা অনেকেরই।
লাল মাটির দেশ বাঁকুড়া। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার গ্রাম। তাদেরই একটি হল রাজোগ্রাম। এই গ্রামের বিশেষ ঐতিহ্য তাঁত শিল্প। তাঁতের বিভিন্ন বস্ত্র এবং বিশেষ গামছা এক সময়ে প্রিয় ছিল বাংলার বিভিন্ন জায়গায়। এখনও সেই গামছা পাবেন রাজোগ্রামে গেলে। নরম, টেকসই আর আরামদায়ক। ত্বকের জন্য ভাল। খাঁটি সুতির এই হাতে বানানো গামছার উপকার অনেক।
advertisement
আরও পড়ুনঃ নেই মজিদ মাস্টার, ১২ বছর পর পঞ্চায়েত নির্বাচনের আগে শাসনে উড়ল লাল পতাকা
রাজোগ্রামের বৈষ্ণব পাড়া গেলে এখনও দেখা যাবে বিশেষ গামছা বোনার মেশিন। ব্যাবসায় মন্দা এলেও হাতে বানানো গামছা বোনার ঐতিহ্য বহন করে চলেছেন আনন্দ কুন্ডু এবং আদিত্য কুন্ডু। শুধু পুরুষই নয় মহিলারাও বুনছেন তাঁত। তাঁতিরা (আনন্দ কুন্ডু) বলছেন, ভালবেসে যত্ন নিয়ে হাতে বানানো গামছা ব্যবহার করার মজাই আলাদা। কারখানায় বানানো গামছার জল ধারণ করার ক্ষমতা কম। অপরদিকে, হাতে বানানো রাজোগ্রামের তাঁতের গামছা এগিয়ে অনেক, গা মোছা যায় খুব সহজেই। আবার নরম বলে ত্বকের জন্যেও ভাল এই গামছা।
advertisement
advertisement
এক সময়ে নাম ডাক ছিল অনেক। বদলেছে সময়, বদলেছে রাজোগ্রামের তাঁত শিল্প। বছর দশেকের ওপর বন্ধ পরে আছে তাঁত সমবায় সমিতি। পরিত্যক্ত এই সমিতিতে এখনও নষ্ট হচ্ছে তাঁত বোনার সুতো। সরকারি ব্যাঙ্কের কাছে ধার ৬৮ লক্ষেরও বেশি। তবুও সব প্রতিকূলতাকে জয় করে তাঁত বুনবেন রাজোগ্রামের তাঁত শিল্পীরা (মহিলা তাঁত শিল্পী শ্যামলী দত্ত)। পূর্বপুরুষের হাত থেকে বয়ে আসছে তাঁতের গামছার ঐতিহ্য। তাই ব্যাবসায় মন্দা থাকলেও শোনা যাবে তাঁত বোনার আওয়াজ। স্বামী তাঁত বুনতে না পারলেও এগিয়ে আসবেন স্ত্রী। হাতে বানানো তাঁতের গামছার ঐতিহ্য বাঁচাতে বধ্য পরিকর বাঁকুড়া জেলার রাজোগ্রামের তাঁত শিল্পীরা।
advertisement
Nilanjan Banerjee
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News|| বাঁকুড়া রাজগ্রামের পরিচিতি তাঁতের গামছায়, জানে কেমন সেই গামছা? দেখে নিন
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement