Saumitra Khan: তুমুল ঝামেলা! সৌমিত্র খাঁকে ঘিরে ধরলেন মহিলারা, বিষ্ণপুরে হলটা কী?

Last Updated:

যদিও এই বিক্ষোভের পিছনে তৃণমূল রয়েছে বলে অভিযোগ সাংসদ সৌমিত্র খাঁয়ের।

+
সৌমিত্র

সৌমিত্র খাঁ-কে ঘিরে মহিলাদের বিক্ষোভ৷

বাঁকুড়া: বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে ঘিরে ধরে মহিলারা তুমুল বিক্ষোভ দেখালেন। সোমবার তৃণমূলের বিরুদ্ধে মনোনয়নে বাধার অভিযোগ তুলে রাস্তায় অবস্থান বিক্ষোভে বসেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। মঙ্গলবার তারই পাল্টা বিষ্ণুপুরে ১০০ দিনের কাজের বকেয়া টাকা, বিগত তিন চার বছরের আবাস যোজনার টাকা আটকে রয়েছে বলে অভিযোগ তুলে স্থানীয় সাংসদকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান মহিলারা৷
বাঁকুড়ার বিষ্ণুপুরে ধর্নায় বসতে এসে মহিলাদের এই সব দাবি দাওয়া নিয়ে বিক্ষোভের মুখে পড়েন সৌমিত্র খাঁ। ভোটের সময় কেন এসেছেন সেই নিয়ে প্রশ্ন তুললেন বিক্ষোভকারী মহিলারা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
advertisement
এ বিষয়ে মহিলা বিক্ষোভকারীদের মধ্যে ব্লকের তৃণমূল সভানেত্রী অনিমা বাউরি জানান, ” আজ যে মা বোনেরা এসেছেন তাঁরা ১০০ দিনের কাজ করেছেন রোদে কিন্তু সেই টাকা পাননি৷ প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে রয়েছে, তাই কেন্দ্রীয় সরকারের সাংসদকে বলতে এসেছি৷ কিন্তু তিনি দায় এড়িয়ে সেই দায় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল বিধায়কের দিকে ছুড়ে দিচ্ছেন।”
advertisement
যদিও এই বিক্ষোভের পিছনে তৃণমূল রয়েছে বলে অভিযোগ সাংসদ সৌমিত্র খাঁয়ের। ভোটের সময় কেন তিনি এলাকায় এসেছেন প্রশ্ন তুলেছিলেন মহিলারা। সেই প্রশ্নের উত্তরে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলেন, “আমার বাড়ি বিষ্ণুপুরে, বেশি দেখলে অসুবিধা হয়ে যাবে, বেশি খেলে অম্বল হয়ে যাবে। আমি মহিলাদের সন্মান দিই৷ ওনাদের স্বাগত জানাই।”
Nilanjan Banerjee
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Saumitra Khan: তুমুল ঝামেলা! সৌমিত্র খাঁকে ঘিরে ধরলেন মহিলারা, বিষ্ণপুরে হলটা কী?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement