Bankura News: পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে মণ্ডল সভাপতি গ্রেফতার, তুমুল বিক্ষোভ বিজেপির
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
বিজেপির মণ্ডল সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে বাঁকুড়ার খাতড়ায় দলীয় কর্মী সমর্থকদের বিক্ষোভ
বাঁকুড়া: পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে খাতড়ায় বিজেপির বিক্ষোভ। দলের মণ্ডল সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। তাঁদের দাবি, বিনা দোষে মণ্ডল সভাপতি আশিস মাহাত সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ১১ অগস্ট বাঁকুড়ার খাতড়া ব্লকের গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি ও তৃণমূল। বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকা ওই পঞ্চায়েতে আক্রান্ত হন তৃনমূলের গোড়াবাড়ি অঞ্চল সভাপতি মৃত্যুঞ্জয় দাস। এই ঘটনায় পরের দিনই খাতড়া থানার পুলিশ বিজেপির রানীবাঁধ চার নম্বর মণ্ডলের সভাপতি আশিস মাহাত সহ দু’জনকে গ্রেফতার করে। বর্তমানে জেল হেফাজতে আছেন আশিস মাহাত। সেই ঘটনার প্রতিবাদে বুধবার বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা।
advertisement
advertisement
আশিস মাহাত সহ দু’জনকে বিনা দোষে গ্রেফতার করা হয়েছে, এই দাবি তুলে এদিন খাতড়ার পাপড়া মোড় থেকে মিছিল করে বিজেপি। এই মিছিল খাতড়া বাজার পরিক্রমা করে খাতড়া থানায় পৌঁছয়। পরে খাতড়া থানার সামনে প্রবল বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা। অবিলম্বে মামলা প্রত্যাহার করে মণ্ডল সভাপতিকে মুক্তি দেওয়ার দাবি জানান। না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2023 9:34 PM IST