Nadia News: ভাপা, পাতুরি, ঝোল, টক সব ইলিশের! জিভে জল আনা সব পদ নিয়ে নদীবক্ষে উৎসব

Last Updated:

ইলিশের হরেক রকম জিভে জল আনা পদ দিয়ে নদিয়ার শান্তিপুরে নদীবক্ষে আয়োজিত হল ইলিশ উৎসব

+
title=

নদিয়া: কলকাতা বা শহরতলীতে আগে হলেও শান্তিপুরে এই প্রথম আয়োজিত হল ইলিশ উৎসব। এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ভাগীরথীবক্ষে মাছের রাজার হরেক রকম পদ তৃপ্তি করে খেল উপস্থিত সবাই। এই ইলিশ উৎসবে মোট ৪৪ জন উপস্থিত ছিলেন।
শান্তিপুর পূর্ণিমা মিলনীর উদ্যোগে আয়োজিত এই ইলিশ উৎসবে ৩৮ জন শামিল হয়েছিলেন। আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন আর‌ও ৬ জন। বর্ষাকালে ইলিশ খাওয়ার এমন সুযোগ ছাড়তে চাননি কেউ। তাই ইলিশ মাছের হরেক রকম পদ দিয়ে উদরপূর্তির পাশাপাশি মনের তৃপ্তিও মিটেছে যথেষ্ট।
advertisement
advertisement
ইলিশের মাথা দিয়ে কচুশাক, ইলিশ ভাপা, ইলিশ পাতুরির মতো জিভে জল আনা সব পদ প্রস্তুত করা হয়েছিল এই ইলিশ উৎসবের জন্য। এছাড়াও ভাত, ডাল, তরকারি, চাটনি, দই-মিষ্টি তো ছিলই। কানলা ঘাটের একটি সরকারি লঞ্চ ভাড়া করে তার মধ্যেই আয়োজন করা হয়েছিল এই ইলিশ উৎসবের। সেখানে খাওয়া-দাওয়ার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি সহ দিনভর নানান মনোরঞ্জনের আয়োজন‌ও ছিল। নিরাপত্তার কথা মাথায় রেখে রান্না বাইরে থেকে করে নিয়ে যাওয়া হয়েছিল। ভাগীরথীর স্রোত বেয়ে নবদ্বীপ পর্যন্ত যেতে গিয়ে একটি বনাঞ্চলে নেমে টিফিন করেন সকলে। তারপর খাওয়া দাওয়া, আড্ডা সেরে আবার প্রত্যাবর্তন।
advertisement
এই ইলিশ উৎসব প্রসঙ্গে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক রূপায়ণ চৌধুরী জানান, কলকাতা থেকে গানের শিল্পীরা এই ইলিশ উৎসবে হাজির ছিলেন। পাশাপাশি সংগঠনের সদস্যরাও ছিলেন। আগামী বছর থেকে সর্বসাধারণের জন্য ইলিশ উৎসবের দরজা খুলে দেওয়া হবে বলেও তিনি জানান।
মৈনাক দেবনাথ
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: ভাপা, পাতুরি, ঝোল, টক সব ইলিশের! জিভে জল আনা সব পদ নিয়ে নদীবক্ষে উৎসব
Next Article
advertisement
Jiban Krishna Saha: ‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
  • আদালতে হাজির হয়ে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন জীবনকৃষ্ণ

  • জামিনের আবেদন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার

  • ‘মোবাইল ফেলে দেওয়ার কোনও ঘটনা ঘটেনি’, জীবনকৃষ্ণ

VIEW MORE
advertisement
advertisement