East Medinipur News: শুভেন্দুর জেলায় ফের সভাধিপতি তৃণমূলের উত্তম
- Reported by:SAIKAT SHEE
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি হলেন উত্তম বারিক। এই তৃণমূল নেতা আগেও একই দায়িত্বে ছিলেন
পূর্ব মেদিনীপুর: ২০০৮ সাল থেকে শুরু। পর পর চারবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ক্ষমতা ধরে রাখল তৃণমূল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের জেলায় ফের সভাধিপতি হলেন পটাশপুরে তৃণমূল বিধায়ক উত্তম বারিক। সহ-সভাধিপতি হয়েছেন নন্দীগ্রাম থেকে নির্বাচিত সুহাসিনী কর। এই পদক্ষেপকে অনেকেই শুভেন্দুর জমি কাড়ার চেষ্টা বলে ব্যাখ্যা করছেন।
এবারের পঞ্চায়েত নির্বাচনেও পূর্ব মেদিনীপুরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল। তবে এই জেলাতেই তাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। প্রধান বিরোধী দল বিজেপি বেশ কিছু আসন পেয়েছে এই জেলায়। ৭০ আসন বিশিষ্ট পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে তৃণমূল জিতেছে ৫৬ টি আসনে। অপরদিকে বিজেপি পেয়েছে ১৪ টি আসন।
advertisement
advertisement
বুধবার সকাল দশটা নাগাদ তমলুকের বিজেপি কার্যালয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির ১৪ জন জেলা পরিষদ সদস্যদকে সংবর্ধনা দেন। তারপর ওই ১৪ জন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সভাগৃহে প্রবেশ করেন। তবে তাঁরা শপথ নেওয়ার পর সভাধিপতি ও সহ-সভাধিপতি নির্বাচনে অংশগ্রহণ না করে জেলা পরিষদ ভবন থেকে বেরিয়ে যান।
জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হওয়ার পর উত্তম বারিক বলেন, আগামী দিনে সবাইকে নিয়ে জেলা পরিষদ সুষ্ঠুভাবে পরিচালনা করব। পুনরায় তাঁকে আবার সভাধিপতি মনোনীত করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। অন্যদিকে সহ-সভাধিপতি সুহাসিনী কর নন্দীগ্রামের সোনাচূড়া থেকে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন। এদিকে বিতর্ক উস্কে উপস্থিত ছিলেন না কাঁথির জেলা পরিষদ সদস্য তরুণ জানা। তৃণমূলের অভ্যন্তরে তাঁকে সভাধিপতি করা হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। তবে শেষ পর্যন্ত উত্তম বারিককে শীর্ষ নেতৃত্ব বেছে নেওয়ায় প্রতিবাদে তিনি অনুষ্ঠান বয়কট করেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement
সৈকত শী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 16, 2023 7:49 PM IST







