Bankura News: প্রধান থেকে ধাপে ধাপে উঠে সভাধিপতি, বাঁকুড়ায় চমক অনুসূয়ার
- Reported by:NILANJAN BANERJEE
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি হিসেবে তাঁর নাম ঘোষণা হতেই মন্দিরে পুজো দিতে ছুটলেন তৃণমূল নেত্রী অনুসূয়া রায়
বাঁকুড়া: মহিলা জেলা সভাধিপতি পেল বাঁকুড়া। পঞ্চায়েত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তৃণমূল। সোমবার দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে জেলা পরিষদের সভাধিপতি হিসেবে অনুসূয়া রায়ের নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণা হতেই হনুমান মন্দিরে পুজো দিতে যান ওই তৃণমূল নেত্রী।
বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি হিসেবে তাঁর নাম ঘোষণার পরই অনুসূয়া রায় শহরের সতীঘাট সংলগ্ন হনুমান মন্দির ও তারা মায়ের মন্দিরে পুজো দেন। এদিকে জেলা পরিষদের সহ সভাধিপতি হিসেবে ছাতনার পরিতোষ কিস্কুর নাম ঘোষণা করেছে তৃণমূল।
advertisement
advertisement
এই নিয়ে টানা তৃতীয়বার বাঁকুড়া জেলা পরিষদের ক্ষমতা ধরে রাখল তৃণমূল। জেলা পরিষদের ৫৬ টি আসনের মধ্যে তৃণমূল একাই ৫৫ টি আসনে জয়ী হয়েছে। বিজেপি মাত্র একটি আসন। এদিন বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে জেলা সভাপতি সভাধিপতি ও সহ-সভাধিপতির নাম ঘোষণা করেন। ২৬ জনের মধ্যে অনেকেই ছিলেন সভাধিপতির দৌড়ে। শেষ পর্যন্ত শীর্ষ নেতৃত্বের ছাড়পত্র পেয়ে সভাধিপতি নির্বাচিত হন অনুসূয়া রায়। তিনি এর আগে তালড্যাংরার ফুলমতি পঞ্চায়েতের প্রধান ছিলেন। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের পর তালড্যাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি হন। এবারে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের ২৮ নম্বর আসনে লড়াই করে ১৩ হাজার ৬৭৯ ভোটে জয়ী হন। জেলা সভাধিপতি হওয়ার পর প্রতিক্রিয়ায় অনুসূয়া রায় জানান, গত ১০ বছর ধরে জনপ্রতিনিধি হিসেবে যেভাবে মানুষের কাজ করে এসেছেন এবারেও তা করবেন।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 14, 2023 9:01 PM IST









