JU Death: স্বপ্নদীপের মৃত্যু যোগে গ্রেফতার দীপশেখর, বাঁকুড়ার ছাত্রের মা দিলেন গোপন তথ্য
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
JU Death: অশ্লীল আচরণ করা হত স্বপ্নদীপের সঙ্গে। মাকে ফোনে এমনটাই জানায় অভিযুক্ত দীপশেখর৷
বাঁকুড়া: “আমার ছেলে এমন কাজ করতেই পারে না” বলছেন স্বপ্নদীপ কাণ্ডে গ্রেফতার হওয়া বাঁকুড়ার ছেলে দীপশেখর দত্তের মা। রবিবার ভোর বেলায় যাদবপুর কাণ্ডে গ্রেফতার করা হয় বাঁকুড়ার ছাত্র দীপশেখর দত্তকে।
বাঁকুড়ার মাচান তলার ফেমাস গলির বাসিন্দা সংহিতা দত্ত এবং মনোতোষ দত্তের সন্তান দীপশেখর দত্ত। দীপশেখর দত্তের গ্রেফতার হওয়ার কথা পাঁচজন জানতেই সরগরম হয় মাচান তলার ফেমাস গলি।
advertisement
দীপশেখরের মা জানান সব সময় স্বপ্নদীপের পাশেই ছিল দীপশেখর, ফোন করে দীপশেখর জানায় যে স্বপ্নদ্বীপকে বাঁচাতে না পারার খেদ তাঁকে ব্যথা দিয়েছে।
advertisement
যাদবপুর কান্ডে এদিন গ্রেফতার করা হয় দুইজনকে তার মধ্যে অন্যতম বাঁকুড়ার দীপশেখর দত্ত।
এর পিছনে কোন বড় চক্রান্ত রয়েছে এমনটাই বলছেন দীপশেখরের বাবা মনোতোষ দত্ত। ছেলেকে ফাঁসানো হচ্ছে এমনটাই দাবি তাঁর। অপরদিকে দীপশেখরের মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে যে দীপশেখরকেও রেগিং এর শিকার হতে হয়েছিল। যদিও স্বপ্নদ্বীপ কাণ্ডে দোষীর শাস্তি হোক এমনটাই চাইছেন তিনি।
advertisement
Nilanjan Banerjee
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 13, 2023 3:32 PM IST