Independence Day 2023: লাট সাহেবকে হত্যা করতে ল্যান্ড মাইন পুঁতেছিলেন এই বিপ্লবী, আজ তাঁর বাড়ির অবস্থা দেখুন

Last Updated:

Independence Day 2023: যখন ছাড়া পান তখন দেশ স্বাধীন। বাঁকুড়ায় নিজের বাড়িতে ফিরে এসে চরম আর্থিক অনটনের মুখে পড়েন এই বিপ্লবী

+
লাট

লাট সাহেবকে হত্যা করতে ল্যান্ড মাইন লাগিয়েছিলেন বাঁকুড়ার এই বিপ্লবী! দেখুন তাঁর বাড়ির অবস্থা

বাঁকুড়া: ভয়াবহ ল্যান্ডমাইন বিস্ফোরণ, প্রানে বাঁচলেন অত্যাচারী লাটসাহেব। ঘটনার পর অধরা চার বিদ্রোহী । এই চারজনের মধ্যে মূল পাণ্ডা ছিলেন বাঁকুড়ার বিভূতিভূষণ সরকার এছাড়াও ছিলেন প্রফুল্ল চাকি ও উল্লাসকর দত্ত। লাটসাহেব মাদ্রাজ মেলে আগামী ৪ ডিসেম্বর ( ১৯০৭ ) ফিরবেন কলকাতায়।
সমিতি ও সংগঠনের নেতৃত্বের নির্দেশ জারি হল বাঁকুড়ার বিভূতিভূষণের উপর। তাঁকে একথা বলা হল, পছন্দমতো সহযোদ্ধা সঙ্গে নিতে। বিভূতিভূষণের উপরই দায়িত্ব দিলেন বারিণ৷ প্রফুল্ল চাকীকেই বেছে নেন করলেন বিভূতিভূষণ। বর্তমানে বাঁকুড়া শহরের বুকে লাল বাজারে গেলে দেখতে পাবেন এই মহান বিপ্লবী বিভূতিভূষণ সরকারের বাড়ি। এখনো সেই বাড়িতে রয়েছেন তাঁর পুত্রবধূ রুপা সরকার।
advertisement
advertisement
লাট সাহেবকে হত্যার লক্ষ্যপূরণের জন্য তাঁরা চারজনই পুরী প্যাসেঞ্জারে চড়ে বেনাপুর স্টেশনে নেমে যান তাঁরা। এখান থেকে পায়ে হেঁটে আসেন নারায়ণগড়ে । স্ট্র্যাটেজিক জোনে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যান্ডমাইন বসানোর কাজ শুরু করলেন তাঁরা। তখন রাত ৮টা থেকে ৯টা । উচ্চক্ষমতাসম্পন্ন মাইন বসিয়ে উল্লাসকর ও বারীণ কলকাতায় ফিরলেন। তাঁরা দুজন নারায়ণগড় স্টেশনে মাদ্রাজ‌ মেলে উঠেছিলেন। পরবর্তীকালে আলিপুর বোমা মামলায় গ্রেফতার হন তিনি।
advertisement
যখন ছাড়া পান তখন দেশ স্বাধীন। বাঁকুড়ায় নিজের বাড়িতে ফিরে এসে চরম আর্থিক অনটনের মুখে পড়েন এই বিপ্লবী। বিভূতিভূষণ সরকারের ছেলে সুধাংশু সরকার যাকে সকলে ভালুক সরকার বলে চিনতেন তিনিও আজ নেই। শুধু তার বাড়িতে রয়েছেন পুত্রবধূ।
Nilanjan Banerjee
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Independence Day 2023: লাট সাহেবকে হত্যা করতে ল্যান্ড মাইন পুঁতেছিলেন এই বিপ্লবী, আজ তাঁর বাড়ির অবস্থা দেখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement