Durga Puja 2023: এক ইঞ্চির টেরাকোটার দুর্গা, মাতৃ প্রতিমা বানিয়ে তাক লাগালেন বাঁকুড়ার গৃহবধূ
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Durga Puja 2023: বাড়ির অন্যান্য কাজ ছাড়াও শিল্পের প্রতি বিশেষ টান রয়েছে অর্পিতা সরকারের। সেই টান থেকেই নতুনত্ব শিল্প ভাবনা নিয়ে আসেন তিনি।
বাঁকুড়া: পুজোর আগে বাঁকুড়া শহরের বাসিন্দা অর্পিতা সরকার বানালেন ১ ইঞ্চি দৈর্ঘ্যের টেরাকোটার দুর্গা। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর কিংবা পাঁচমুরার টেরাকোটার এক বিশেষ চাহিদা রয়েছে। বিষ্ণুপুরের মল্ল রাজার আমলের থেকে সংরক্ষিত আছে টেরাকোটার বিশেষ নিদর্শন। সেরকমই পাঁচমুরার ঘোড়া একপ্রকার জগৎ বিখ্যাত।
বাঁকুড়ার এই গৃহবধূ ঐতিহ্যবাহী টেরাকোটা বেছে নিয়ে বানালেন এক ইঞ্চির দুর্গা। এর আগে একটি আলপিনের মাথায় তিনি তৈরি করেছিলেন মা দুর্গার মুখমণ্ডল, যার দৈর্ঘ্য ছিল এক সেন্টিমিটার এর ১০ ভাগের ১ ভাগ। বাড়ির অন্যান্য কাজ ছাড়াও শিল্পের প্রতি বিশেষ টান রয়েছে অর্পিতা সরকারের। সেই টান থেকেই নতুনত্ব শিল্প ভাবনা নিয়ে আসেন তিনি। ১ ইঞ্চি দৈর্ঘ্যের টেরাকোটার মা দুর্গা বানিয়ে জেলায় তাক লাগিয়ে দিয়েছেন তিনি। মাত্র দু’দিন সময় ব্যায় করে তৈরি করেছেন এই অদ্ভুত সুন্দর মা দুর্গার প্রতিমা।
advertisement
আরও পড়ুন- ‘চেহারা-মুখ পুরোটাই নকল’! বয়স লুকোতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেলেন ঐশ্বর্য, তারপর যা হল…
advertisement
আরও পড়ুন- অকালে চলে গেলেন জ্যাকলিন! ‘প্লাস্টিক সার্জারি’ করানোই কাল হল অভিনেত্রীর, শোকের ছায়া বিনোদন জগতে
মা আসছেন, আর হাতে গোনা কয়েকটা দিন। চারিদিকে আগমনীর সুর শোনা যাচ্ছে। কাশফুলের সঙ্গে নীল আকাশের মতই যেন বাঁকুড়ার এই গৃহবধূর তৈরি অপরূপ সুন্দর টেরাকোটার দুর্গা যেন সেই আগমনীর বার্তা দিচ্ছে। দুই সন্তানের মা অর্পিতা বর্তমানে বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহির বাসিন্দা। যে কোনও বিশেষ উৎসবের আগে তিনি তৈরি করে থাকেন নজরকাড়া শিল্প। বিশেষ করে ক্ষুদ্র কিংবা সূক্ষ্ম শিল্পচর্চা গুলি বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করে। মূলত গৃহস্থের ঘরে যেসব জিনিস আর ব্যবহার করা হয়না সেই সব জিনিস দিয়েই তিনি করে থাকেন শিল্প চর্চা। ১ ইঞ্চির এই পূর্ণ প্রতিমাতে মা ছাড়াও রয়েছেন লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিক, গণেশ।
advertisement
অর্পিতা সরকার জানান, ‘যে কোনও বস্তুর মধ্যেই রয়েছে সৌন্দর্য্য। শিল্পীর চোখ সেই সৌন্দর্যকে খুঁজে নেবে এবং সেই কারণেই আমি অপ্রয়োজনীয় বস্তু দিয়ে শিল্প চর্চা করি।’ পুজো আসার আগে অর্পিতার এই কর্মকাণ্ডে যথেষ্ট গর্বিত বাঁকুড়া জেলার মানুষ।
নীলাঞ্জন ব্যানার্জী
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2023 2:12 PM IST