Jacqueline Carrieri Death: অকালে চলে গেলেন জ্যাকলিন! 'প্লাস্টিক সার্জারি' করানোই কাল হল অভিনেত্রীর, শোকের ছায়া বিনোদন জগতে

Last Updated:

Jacqueline Carrieri Death: নিজেকে সুন্দর ও গ্ল্যামারাস রাখতে গিয়েই প্রাণ গেল জ্যাকলিনের৷ প্রয়াত হলেন আর্জেন্টিনার প্রাক্তন বিউটি ক্যুইন অভিনেত্রী জ্যাকলিন ক্যারিরি৷

অকালে চলে গেলেন জ্যাকলিন!
অকালে চলে গেলেন জ্যাকলিন!
যত দিন যাচ্ছে ততই যেন কৃত্রিম সুন্দরের প্রতি চাহিদা বাড়ছে। কখনও নোজ জব তো কখনও লিপ জব৷ যে কোনও প্রকারেই নিজেকে সুন্দর রাখতে হবে৷ শরীরী আবেদনে কে কাকে টেক্কা দেবে তা নিয়ে চলছে জোর টক্কর। নিজেকে সুন্দর ও গ্ল্যামারাস রাখতে গিয়েই প্রাণ গেল জ্যাকলিনের৷ প্রয়াত হলেন আর্জেন্টিনার প্রাক্তন বিউটি ক্যুইন অভিনেত্রী জ্যাকলিন ক্যারিরি৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে হলিউডে এবং তাঁর পরিবারে৷
হলিউডে দুঃসংবাদ৷ সূত্রের খবর, মাত্র ৪৮ বছর বয়সে প্রয়াত হলেন জ্যাকলিন ক্যারিরি৷ ক্যালিফোর্নিয়ায় ল্যাটিন আমেরিকান সিনেমায় জনপ্রিয় ছিলেন এই অভিনেত্রী৷ জ্যাকলিনের মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগত৷ জানা গিয়েছে, শরীরে রক্ত জমাট বাঁধার কারণে মৃত্যু হয়েছে তাঁর৷
advertisement
advertisement
আর্জেন্টিনার মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে, জ্যাকলিনের চিকিৎসার সময়ে বেশ কিছু জটিলতা দেখা গিয়েছিল৷ যার ফলে শরীরে রক্ত বাঁধতে দেখা যায়, তাঁর ফলে মৃত্য হয় আর্জেন্টিনার প্রাক্তন বিউটি ক্যুইনের৷ আরও জানা গেছে, প্লাস্টিক সার্জারি করার পর থেকেই একাধিকবার বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল ৷ তারপরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি৷
advertisement
দুই সন্তান ক্লো এবং জুলিয়ানকে রেখে না ফেরার দেশে চলে গেলেন জ্যাকলিন৷ নিজেকে আরও সুন্দর করতে গিয়ে শেষ পর্যন্ত প্রাণটাই চলে গেল অভিনেত্রীর৷ উল্লেখ্য, ১৯৯৬ সালে আর্জেন্টিনায় সান রাফায়েল এন ভেন্ডিমিয়া আঙ্গুর ফসলের উৎসবের সৌন্দর্য প্রতিযোগিতায় রানার আপ হয়েছিলেন তিনি। তরুণী বয়সে সান রাফায়েল এন ভেন্ডিমিয়া উৎসবের ভাইস ক্যুইনও ছিলেন জ্যাকলিন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jacqueline Carrieri Death: অকালে চলে গেলেন জ্যাকলিন! 'প্লাস্টিক সার্জারি' করানোই কাল হল অভিনেত্রীর, শোকের ছায়া বিনোদন জগতে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement