Jacqueline Carrieri Death: অকালে চলে গেলেন জ্যাকলিন! 'প্লাস্টিক সার্জারি' করানোই কাল হল অভিনেত্রীর, শোকের ছায়া বিনোদন জগতে

Last Updated:

Jacqueline Carrieri Death: নিজেকে সুন্দর ও গ্ল্যামারাস রাখতে গিয়েই প্রাণ গেল জ্যাকলিনের৷ প্রয়াত হলেন আর্জেন্টিনার প্রাক্তন বিউটি ক্যুইন অভিনেত্রী জ্যাকলিন ক্যারিরি৷

অকালে চলে গেলেন জ্যাকলিন!
অকালে চলে গেলেন জ্যাকলিন!
যত দিন যাচ্ছে ততই যেন কৃত্রিম সুন্দরের প্রতি চাহিদা বাড়ছে। কখনও নোজ জব তো কখনও লিপ জব৷ যে কোনও প্রকারেই নিজেকে সুন্দর রাখতে হবে৷ শরীরী আবেদনে কে কাকে টেক্কা দেবে তা নিয়ে চলছে জোর টক্কর। নিজেকে সুন্দর ও গ্ল্যামারাস রাখতে গিয়েই প্রাণ গেল জ্যাকলিনের৷ প্রয়াত হলেন আর্জেন্টিনার প্রাক্তন বিউটি ক্যুইন অভিনেত্রী জ্যাকলিন ক্যারিরি৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে হলিউডে এবং তাঁর পরিবারে৷
হলিউডে দুঃসংবাদ৷ সূত্রের খবর, মাত্র ৪৮ বছর বয়সে প্রয়াত হলেন জ্যাকলিন ক্যারিরি৷ ক্যালিফোর্নিয়ায় ল্যাটিন আমেরিকান সিনেমায় জনপ্রিয় ছিলেন এই অভিনেত্রী৷ জ্যাকলিনের মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগত৷ জানা গিয়েছে, শরীরে রক্ত জমাট বাঁধার কারণে মৃত্যু হয়েছে তাঁর৷
advertisement
advertisement
আর্জেন্টিনার মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে, জ্যাকলিনের চিকিৎসার সময়ে বেশ কিছু জটিলতা দেখা গিয়েছিল৷ যার ফলে শরীরে রক্ত বাঁধতে দেখা যায়, তাঁর ফলে মৃত্য হয় আর্জেন্টিনার প্রাক্তন বিউটি ক্যুইনের৷ আরও জানা গেছে, প্লাস্টিক সার্জারি করার পর থেকেই একাধিকবার বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল ৷ তারপরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি৷
advertisement
দুই সন্তান ক্লো এবং জুলিয়ানকে রেখে না ফেরার দেশে চলে গেলেন জ্যাকলিন৷ নিজেকে আরও সুন্দর করতে গিয়ে শেষ পর্যন্ত প্রাণটাই চলে গেল অভিনেত্রীর৷ উল্লেখ্য, ১৯৯৬ সালে আর্জেন্টিনায় সান রাফায়েল এন ভেন্ডিমিয়া আঙ্গুর ফসলের উৎসবের সৌন্দর্য প্রতিযোগিতায় রানার আপ হয়েছিলেন তিনি। তরুণী বয়সে সান রাফায়েল এন ভেন্ডিমিয়া উৎসবের ভাইস ক্যুইনও ছিলেন জ্যাকলিন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jacqueline Carrieri Death: অকালে চলে গেলেন জ্যাকলিন! 'প্লাস্টিক সার্জারি' করানোই কাল হল অভিনেত্রীর, শোকের ছায়া বিনোদন জগতে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement