Aishwarya Rai Bachchan: 'চেহারা-মুখ পুরোটাই নকল'! বয়স লুকোতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেলেন ঐশ্বর্য, তারপর যা হল...

Last Updated:
Aishwarya Rai Bachchan: ঐশ্বর্যর ভাইরাল হওয়া ছবিতে ধেয়ে এসেছে কটাক্ষ৷ ছবি দেখে নেটিজেনদের একাংশ মনে করছেন,ছবিগুলি পুরোটাই ফোটোশপে এডিট করা এবং এয়ারব্রাশের ব্যবহার করা হয়েছে৷
1/6
যত দিন যাচ্ছে ততই যেন কৃত্রিম সুন্দরের প্রতি চাহিদা বাড়ছে। কখনও নোজ জব তো কখনও লিপ জব৷ যে কোনও প্রকারেই নিজেকে সুন্দর রাখতে হবে৷ শরীরী আবেদনে কে কাকে টেক্কা দেবে তা নিয়ে চলছে জোর টক্কর। বলি নায়িকা ঐশ্বর্যর নামও উঠে এসেছে এই তালিকায়৷
যত দিন যাচ্ছে ততই যেন কৃত্রিম সুন্দরের প্রতি চাহিদা বাড়ছে। কখনও নোজ জব তো কখনও লিপ জব৷ যে কোনও প্রকারেই নিজেকে সুন্দর রাখতে হবে৷ শরীরী আবেদনে কে কাকে টেক্কা দেবে তা নিয়ে চলছে জোর টক্কর। বলি নায়িকা ঐশ্বর্যর নামও উঠে এসেছে এই তালিকায়৷
advertisement
2/6
সম্প্রতি মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন৷ মণীশ মলহোত্রার কালো রঙের ডিপ নেকলাইন গাউনে হাজির হয়েছিলেন বলি সুন্দরী৷
সম্প্রতি মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন৷ মণীশ মলহোত্রার কালো রঙের ডিপ নেকলাইন গাউনে হাজির হয়েছিলেন বলি সুন্দরী৷
advertisement
3/6
সাদা সুতোর কাজ করা কালো রঙের গাউন,ঠোঁটে গাঢ় লিপস্টিক, খোলা চুলে ঐশ্বর্যকে দেখে চোখ ফেরানো দায়৷ সম্প্রতি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই চরম ট্রোলড হয়েছেন নায়িকা৷
সাদা সুতোর কাজ করা কালো রঙের গাউন,ঠোঁটে গাঢ় লিপস্টিক, খোলা চুলে ঐশ্বর্যকে দেখে চোখ ফেরানো দায়৷ সম্প্রতি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই চরম ট্রোলড হয়েছেন নায়িকা৷
advertisement
4/6
অনুষ্ঠানের যেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এবং ঐশ্বর্য যে ছবি শেয়ার করেছেন তার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে বলে ধারণা নেটিজেনদের একাংশ৷ ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে৷
অনুষ্ঠানের যেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এবং ঐশ্বর্য যে ছবি শেয়ার করেছেন তার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে বলে ধারণা নেটিজেনদের একাংশ৷ ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে৷
advertisement
5/6
ঐশ্বর্যর ভাইরাল হওয়া ছবিতে ধেয়ে এসেছে কটাক্ষ৷ ছবি দেখে নেটিজেনদের একাংশ মনে করছেন,ছবিগুলি পুরোটাই ফোটোশপে এডিট করা এবং এয়ারব্রাশের ব্যবহার করা হয়েছে৷ অভিনেত্রীর ত্বক যেমন টানটান, তেমনই অনেকটাই রোগা লাগছে ঐশ্বর্যকে৷
ঐশ্বর্যর ভাইরাল হওয়া ছবিতে ধেয়ে এসেছে কটাক্ষ৷ ছবি দেখে নেটিজেনদের একাংশ মনে করছেন,ছবিগুলি পুরোটাই ফোটোশপে এডিট করা এবং এয়ারব্রাশের ব্যবহার করা হয়েছে৷ অভিনেত্রীর ত্বক যেমন টানটান, তেমনই অনেকটাই রোগা লাগছে ঐশ্বর্যকে৷
advertisement
6/6
নেটিজেনরা ঐশ্বর্যর ছবিতে মন্তব্যে ভরিয়ে দিয়েছেন৷ একজন লিখেছেন- 'চেহারা বা মুখ কোনওটাই আসল নয়, পুরোটাই নকল৷ বয়সের সঙ্গে ওজন বাড়াটাই স্বাভাবিক, এটা কেন মেনে নিতে পারছেন না, ঐশ্বর্যর থেকে এটা আশা করা যায় না৷' একজন লিখেছেন-'আপনি যেমন, সেভাবেই নিজেকে নেওয়ার চেষ্টা করুন৷' কেউ আবার বলেন, 'কতটা ফটোশপ করা!'-বচ্চন পরিবারের বউমার এই ছবি নিয়ে চর্চা শুরু হয়েছে৷
নেটিজেনরা ঐশ্বর্যর ছবিতে মন্তব্যে ভরিয়ে দিয়েছেন৷ একজন লিখেছেন- 'চেহারা বা মুখ কোনওটাই আসল নয়, পুরোটাই নকল৷ বয়সের সঙ্গে ওজন বাড়াটাই স্বাভাবিক, এটা কেন মেনে নিতে পারছেন না, ঐশ্বর্যর থেকে এটা আশা করা যায় না৷' একজন লিখেছেন-'আপনি যেমন, সেভাবেই নিজেকে নেওয়ার চেষ্টা করুন৷' কেউ আবার বলেন, 'কতটা ফটোশপ করা!'-বচ্চন পরিবারের বউমার এই ছবি নিয়ে চর্চা শুরু হয়েছে৷
advertisement
advertisement
advertisement