Historical poetry of Bankura: বাঁকুড়ার ঐতিহাসিক কাব্য করা হল সরলীকরণ, সময় লেগেছে পাঁচ বছর

Last Updated:

বড়ু চন্ডীদাস রচিত শ্রীকৃষ্ণকীর্তন কাব্য আবিষ্কৃত হয়েছিল বাঁকুড়া জেলার কাঁকিলা গ্রামের এক গোয়াল ঘর থেকে।

+
title=

বাঁকুড়া: বাংলা সাহিত্যের আদি মধ্য যুগের মহাকবি বড়ু চন্ডীদাস রচিত শ্রীকৃষ্ণকীর্তন কাব্য আবিষ্কৃত হয়েছিল বাঁকুড়া জেলার কাঁকিলা গ্রামের এক গোয়াল ঘর থেকে। ১৯১৬ খ্রিস্টাব্দে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ এর সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পুথিটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। তার পরবর্তী সময়ে এই গ্রন্থটি নিয়ে পন্ডিত মহলে বহু আলোচনা ও লেখালেখি হয়েছে। এখনও এই ঐতিহাসিক বই বাঁকুড়ার ছাতনা তথা পশ্চিমবঙ্গ এবং রাজ্যের বিভিন্ন অংশে মানুষ পড়েন।
আদি মধ্যযুগের মহাকবি বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্য এর ভাব প্রয়াস রচনার কর্মকাণ্ডে নামেন ছাতনার কবি স্বরাজ মিত্র। সাহিত্য অনুরাগী মানুষদের জন্য এই এক অনন্য উপহার। ছাতনা সংযুক্তা ভবনে প্রকাশিত হলো বড়ু চন্ডীদাস বিরচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাব প্রয়াস।
advertisement
advertisement
বই প্রকাশ অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক শুভ সূচনা করেন বর্তমান ছাতনা রাজ পরিবারের সদস্য প্রদীপ কুমার সিংহ দেও এবং এই বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন ড: দিলীপ বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ পাঁচ বছর ধরে এই কাজে মনোনিবেশ করেছিলেন ছাতনার ভূমিপুত্র কবি স্বরাজ মিত্র। ছোটবেলা থেকেই ছত্রিনা নগরীর তথা এই সামন্ত ভূমের লোকজ উপাদান নিয়ে ক্ষেত্র সমীক্ষায় মনোনিবেশ করেছিলেন কবি স্বরাজ মিত্র।
advertisement
তারই ফলস্বরূপ এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাব প্রয়াস। প্রাক চৈতন্য যুগের বাংলা ভাষার একমাত্র আখ্যান কাব্যের ভাবপ্রয়াসে উপকৃত হবেন ছাত্র-ছাত্রী সহ সকল সাহিত্য অনুরাগী মানুষজন। প্রাগৈতিহাসিক যুগের ভূমি খন্ড হল ছাতনা। একে মল্লভূমিও বলা হয়। রন্ধে রন্ধ্রে ইতিহাসের গন্ধ ছাতনা জুড়ে।
সেই বিস্তৃত ইতিহাসের এক বিশাল অংশ হলেন মহাকবি বড়ু চণ্ডীদাস এবং তাঁর রচিত শ্রীকৃষ্ণকীর্তন কাব্য। এই কাব্যের ভাব প্রয়াস আরও সহজ করে দেবে কাব্যের সাহিত্য রস, এমনটাই মনে করছেন সাহিত্য অনুরাগীরা।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Historical poetry of Bankura: বাঁকুড়ার ঐতিহাসিক কাব্য করা হল সরলীকরণ, সময় লেগেছে পাঁচ বছর
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement