হোম /খবর /শিক্ষা /
প্রথম শ্রেণিতেই এবার কম্পিউটার শিক্ষা! রাজ্যের বড় সিদ্ধান্ত? ব্যাপারটা কী

Computer Education: প্রথম শ্রেণি থেকেই কম্পিউটার শিখবে বাঁকুড়ার এই সরকারি স্কুলের ছাত্রীরা

X
title=

বাঁকুড়ার বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ শ্রী শান্তব্রত সেনের ছাত্র-ছাত্রীরা তৈরি করেছেন বিদ্যাসাগর ফাউন্ডেশন অফ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস।

  • Share this:

বাঁকুড়া: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবার কম্পিউটার শিক্ষা! বর্তমান যুগের সঙ্গে তাল মেলাতে প্রথম শ্রেণি থেকেই কম্পিউটারের সঙ্গে পরিচয় ঘটানো হবে পড়ুয়াদের। যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বড় হয়ে তাদের কোন অসুবিধা না হয়। নিজেদের দক্ষতায় কৃত্রিম মেধার সঙ্গে যুঝে নিতে পারে। না, প্রাথমিক স্তরে কম্পিউটার শেখানো নিয়ে রাজ্য সরকার কোন‌ও সার্বিক নীতির কথা ঘোষণা করেনি। তবু কম্পিউটার শিখবে বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলের ছোট ছোট ছাত্রীরা। কিন্তু কীভাবে?

বাঁকুড়ার বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ শ্রী শান্তব্রত সেনের ছাত্র-ছাত্রীরা তৈরি করেছেন বিদ্যাসাগর ফাউন্ডেশন অফ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস। এই সংগঠনই বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলে একটি কম্পিউটার দান করেছে। যাতে এখানকার ছোট ছোট ছাত্রীরা প্রথম শ্রেণি থেকেই কম্পিউটার শিক্ষা লাভ করতে পারে।

আরও পডুন: আগুনের সামান্য ফুলকি, তাতেই পুড়ে ছাই হয়ে গেল হার্ডওয়ারসের দোকান

ছাত্রীদের জন্য ওই কম্পিউটারটি তুলে দেওয়া হয় স্কুলের প্রধান শিক্ষক শ্রী তৃণাঞ্জয় লাই-র হাতে। তবে পুঁথিগত পড়াশোনার গণ্ডি পেরিয়ে ছাত্রীদের সমস্ত রকম শিক্ষাদানের ক্ষেত্রে বরাবরই অগ্রণী ভূমিকা রেখেছে এই স্কুলটি। মুক্ত আকাশের নিচে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মাধ্যমে খেলার ছলে শিক্ষা দান করা হয় ছাত্রীদের। যেমন, প্রতি মাসে বিভিন্ন থিম ধরে শিক্ষকদের সহযোগিতায় ছাত্রীরা তৈরি করে ওয়াল ম্যাগাজিন। তাছাড়াও আছে রক ক্লাইম্বিং ট্রেনিং-র মত বিষয়।

নীলাঞ্জন ব্যানার্জি

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Bankura news, Social work