North 24 Parganas News: আগুনের সামান্য ফুলকি, তাতেই পুড়ে ছাই হয়ে গেল হার্ডওয়ারসের দোকান

Last Updated:

মঙ্গলবার রাত দু'টো নাগাদ উত্তর ২৪ পরগনার বালতি বাজারের গোলাম মোস্তাফা সদরের হার্ডওয়ার্ডসের দোকানে আগুন জ্বলতে দেখা যায়। বাজারে টহলদারির দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ারদের নজরে প্রথম বিষয়টি পড়ে।

উত্তর ২৪ পরগনা: গভীর রাতে আগুনে লেগে পুড়ে ছাই হয়ে গেল হার্ডওয়ারসের দোকান। আগুন এতটাই বিধ্বংসী চেহারা নিয়েছিল যে দোকানের সমস্ত জিনিসপত্র পুড়ে গিয়েছে। প্রায় ১২ লক্ষ টাকার সামগ্রী এক রাতেই নষ্ট হয়ে যায়। স্বরূপনগরের বালতি বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে।
মঙ্গলবার রাত দু'টো নাগাদ উত্তর ২৪ পরগনার বালতি বাজারের গোলাম মোস্তাফা সদরের হার্ডওয়ার্ডসের দোকানে আগুন জ্বলতে দেখা যায়। বাজারে টহলদারির দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ারদের নজরে প্রথম বিষয়টি পড়ে। সঙ্গে সঙ্গে দোকান মালিককে খবর দেওয়া হয়। পাশাপাশি গ্রামবাসীরাও আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণেও আসে। পরে বসিরহাট দমকলকেন্দ্রে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। তারা প্রায় দু'ঘণ্টার চেষ্টায় ভোর পাঁচটা নাগাদ আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলছে সক্ষম হয়।
advertisement
advertisement
কিন্তু ততক্ষণে দোকানের প্রায় সমস্ত মালই পুড়ে গিয়েছে। দোকান মালিক গোলাম মোস্তফার দাবি, প্রায় ১২ লক্ষ টাকার মাল ছিল দোকানে। সবই পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। তবে কী কারণে আগুন লাগল তা পরিষ্কার নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোন‌ওভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। দমকলের প্রাথমিক অনুমান, ওই হার্ডওয়ারসের দোকানে প্রচুর দাহ্য পদার্থ মজুত করা ছিল। কোনভাবে আগুন লাগতেই তা দ্রুত বিধ্বংসী চেহারা নেয়। বাজার এলাকা হ‌ওয়ায় আশপাশে প্রচুর দোকান ছিল। তবে গ্রামবাসী ও দমকলে তৎপরতায় অন্য দোকানে আগুন ছড়ায়নি।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: আগুনের সামান্য ফুলকি, তাতেই পুড়ে ছাই হয়ে গেল হার্ডওয়ারসের দোকান
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement