Durga Puja 2023: এই মণ্ডপে গা ছমছমে ব্যাপার! 'তেনাদের' নিয়েই থিম বাঁকুড়ার মণ্ডপে
- Published by:Suvam Mukherjee
- hyperlocal
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Durga Puja 2023: হাড় হিম করা ভুতুড়ে বাড়ির গা দিয়ে কঙ্কালসার গাছ
বাঁকুড়া: ভুত ও ভবিষৎ। এই রকম অদ্ভুত এবং উদ্ভাবনী থিম ভাবনা বাঁকুড়ার এক পুজোতে। বাঁকুড়া জেলার রাইপুর ব্লকের ফুলকুশমা বাজার সার্বজনীন দুর্গোৎসব প্রত্যেকবার জঙ্গলমহল বাসীর মন কাড়ে এই পুজো মন্ডপ। প্রতি বছরই থাকে থিমে চমক । এবারও তার ব্যতিক্রম হয়নি। এবছরের থিম ভুত ও ভবিষৎ। আজ আপনাদের দেখা দেখাব, কেমন ভাবে মন্ডপ সাজিয়েছে ফুলকুশমা বাজার সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। সাবেকী প্রতিমা, এবছর প্রতিমা কুমোরটুলির।
প্যান্ডেল সেজে উঠেছে ভৌতিক কাহিনী অবলম্বনে। রয়েছে পরিত্যক্ত বাড়ির আদলে বিরাট মন্ডপ। মন্ডপের গা থেকে বেরিয়ে এসেছে কঙ্কালের মত ভুতুড়ে গাছ। এক ঝলক দেখেই বোঝা যাবে ঠিক কি বার্তা দেওয়া হচ্ছে এই মন্ডপে। বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহলে ভুত ও ভবিষ্যৎ এর মতো উদ্ভাবনী থিম ভাবনা নিয়ে এসে নজর কেড়েছে ফুলকুশমা বাজার সার্বজনীন দুর্গোৎসব।
advertisement
তবে কি কারণে এমন থিম ভাবনা? উদ্দেশ্যটা কি? ভূত বলে কি আদেও কিছু আছে। অশুভ শক্তির বিনাশ কারিনী মা দুর্গার সঙ্গে ভুতের সম্পর্কটা কোথায়? পুজো কমিটির সদস্য সৌমেন পাত্র জানান, কোভিড ১৯ কেড়ে নিয়েছে বহু মানুষকে।
advertisement
আমাদের প্রিয়জন থেকে শুরু করে সেলিব্রিটি এবং শিল্পীরা অনেকেই এই কঠিন সময়ে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। ভূত ও ভবিষ্যৎ এই ভাবনা তাদেরকেই উদ্দেশ্য করে। তারা যদি বেঁচে থাকতেন তাহলে আমাদের সঙ্গে আনন্দের সাথে পুজো উপভোগ করতে পারতেন। ঠিক কিভাবে তারা পুজো উপভোগ করতেন সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এই থিমের মাধ্যমে।
advertisement
অবশেষে পুজো কমিটির সদস্য এটাও পরিষ্কার করে দেন যে ভূত বলে কিছু হয় না। শুধুমাত্র কল্পনার জগতেই বাসা বাঁধতে পারে ভূত। কল্পনাকে আশ্রয় করে ভূতের ধারণা শক্তিশালী হয়। এবং সেই কারণেই ভূত বড়ই অদ্ভুত। তাছাড়াও পূজোর আসল চমক কি থাকছে সে বিষয়ে যথেষ্ট গোপনীয়তা রক্ষা করেছেন পূজা কমিটির সদস্য। তাদের মতে পুজোর সময়েই জানতে পারবেন কি রয়েছে আসল চমক।
advertisement
সামাজিক বার্তা মূলক বিভিন্ন থিমের ভিড়ে মজার থিম ভূত ও ভবিষ্যৎ যথেষ্ট নজর কেটেছে কচিকাঁচা থেকে শুরু করে বড়দের পর্যন্ত। প্রত্যেকে মুখিয়ে রয়েছেন জঙ্গলমহলের এই অভিনব থিম পুজোয় উপভোগ করার জন্য।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
Location :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2023 5:38 PM IST