Bankura News:খেলতে খেলতেই শিশুরা শিখবে পথ নিরাপত্তার রীতি নীতি, অভিনব উদ্যোগ প্রসাশনের
- Published by:Ankita Tripathi
- hyperlocal
Last Updated:
চলতে চলতে শেখ,খেলতে খেলতে জানো পথের রীতি নীতি। পথের নিরাপত্তা পাঠে, সহায়ক হবেই হবে পুলিশের 'সায়র বীথি' !এবার খেলার ছলে শিশুরা শিখবে পথ নিরাপত্তার রীতি নীতি। অনবদ্য উদ্যোগ বাঁকুড়া পুলিশের
বাঁকুড়া: এবার খেলার ছলে শিশুরা শিখবে পথ নিরাপত্তার রীতি নীতি। অনবদ্য উদ্যোগ বাঁকুড়া পুলিশের। পাত্রসায়র থানার আঙিনায় চালু হল "সায়র বীথি"।
চলতে চলতে শেখ,খেলতে খেলতে জানো পথের রীতি নীতি। পথের নিরাপত্তা পাঠে, সহায়ক হবেই হবে পুলিশের 'সায়র বীথি' !
advertisement
উপরের কবিতাটাই বলে দিচ্ছে সমস্ত বৃত্তান্ত। প্রতি বছর বহু মানুষ পথ নিরাপত্তার রীতি নীতির সাথে ওয়াকিবহাল না থাকার জন্যে প্রাণ হারান। যার মধ্যে রয়েছে শিশুরাও, এই চিত্র শুধুমাত্র বাঁকুড়া জেলা বলে নয়, দেখা যায় সমগ্র ভারতবর্ষে। তাই এবার পথ নিরাপত্তা বৃদ্ধির জন্যে বিশেষ উদ্যোগ নিল বাঁকুড়া জেলা পুলিশ।
advertisement
আমাদের দেশের ভবিষ্যৎ হলেন কচিকাঁচারা , আর তাদের থেকে শুরু করলেই গোড়া থেকে নির্মূল হবে সকল সমস্যার। তাই বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে পাত্রসায়ের থানার আঙিনায় শুরু হলো 'সায়র বীথি ' । কি এই 'সায়র বীথি' ? "সেফ ড্রাইভ সেভ লাইফ" এই উদ্যোগকে মাথায় রেখেই ট্রাফিক পার্ক উদ্বোধন হল পাত্রসায়ের থানার পরিচালনায়। বাঁকুড়া রেঞ্জের মাননীয় ডি আই জি শ্রী মিরাজ খালিদ, আইপিএস মহাশয় ও জেলার পুলিশ সুপার শ্রী বৈভব তিওয়ারির উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে পাত্রসায়ের থানার আঙিনায় শুরু হল "সায়র বীথির’’ পথ চলা। সায়রবীথির কোলে শিশুরা খেলতে খেলতে পথ নিরাপত্তার রীতি নীতি অনুসরণ ও অনুকরণ করতে পারবে। হ্যাঁ ঠিক , এবার এই ট্রাফিক পার্কেই খেলার ছলে শিশুরা শিখে নেবে পথ নিরাপত্তার রীতি নীতি এবং আরও সুরক্ষিত হবে তাদের ও দেশের ভবিষ্যৎ।
advertisement
Nilanjan Banerjee
Location :
Kolkata,West Bengal
First Published :
February 01, 2023 12:06 PM IST