Bankura News: মাথার উপরের ঘটে ১১ কেজি গুড় নিয়ে পথ হাঁটা! বাঁকুড়ায় দেখা গেল অন্যরকম গণেশ চতুর্থী

Last Updated:

বাঁকুড়া শহরের গণেশ চতুর্থীর শোভাযাত্রায় তিন শতক ধরে পালিত হয়ে আসছে এক অন্যরকম ঘটনা

+
title=

বাঁকুড়া: ১১ কেজি খেজুর গুড় মাথায় করে কখনও ঘুরেছেন? শীতকালে খেজুর গুড় ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া বেশ কঠিন। সেই লোভনীয় খেজুরের গুড় মাথায় করেই গোটা শহর ঘুরছেন বাঁকুড়া মোদক সমাজ। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। আসুন জেনে নেওয়া যাক তাঁরা কেন এমনটা করছেন।
গণেশ চতুর্থী উপলক্ষে বুধবার বাঁকুড়া মোদক সমাজ বর্ণাঢ্য শোভাযাত্রার বের করে। মোদক সমাজ মানে বাঁকুড়া শহরের ময়রা সমাজের মানুষের একতা। বাঁকুড়া শহরের নুনগোলা রোড গণেশ মন্দিরের স্থাপনা থেকে পরিচর্যা পুরোটাই মোদক সমাজের মানুষেরা করে আসছেন। এটি প্রায় ৩২০ থেকে ৩৩০ বছরের পুরনো মন্দির। এর সঙ্গে জড়িয়ে আছে বহু লোককথা।
এই মন্দিরে গণপতির আশীর্বাদ পেতে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন। শোনা যায়, যে একবার গণপতি বাবার শরণাপন্ন হয়, তাকে আর খালি হাতে ফিরতে হয় না। তাৎপর্যপূর্ণভাবে এই মন্দির চত্বরে বেলাগাম ঘুরে বেড়ায় ইঁদুর। গণেশ ভক্তেরা কি আর প্রভুর বাহনের ক্ষতি করতে পারে! অগত্যা মুষিকের অবারিত দ্বার।
advertisement
advertisement
এখানে গণেশ চতুর্থীর আগের দিন থেকেই শুরু হয় তোড়জোড়। আলোক সজ্জা এবং গণেশের বিগ্রহকে স্নান করানো। পরের দিন সকাল হলেই জীবন্ত মা দুর্গা, ভোলানাথ ও গণেশকে সঙ্গে নিয়ে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এক বিশাল ছাতার নিচে মাথায় করে নিয়ে যাওয়া হয় বাবার রুপোর ঘট আর তাতে থাকে ১১ কেজি খেজুর গুড়! এই পরম্পরা মেনেই এবছরও নুনগোলা রোড থেকে মাচানতলা, পোদ্দারপাড়া, শাঁখারিপাড়া, ইন্দারাগোড়া, লালবাজার মোড় হয়ে রানিগঞ্জমোড় রাসতলা হয়ে নুনগোলারোড মন্দিরে আবারও প্রবেশ করে সেই গুড় ভর্তি ঘট। দশ দিন রাখা থাকে এই গুড়। পরে তা গণপতি বাবার ভোগ এবং নানা কাজে প্রসাদ রূপে ব্যাবহৃত হয়। বাঁকুড়া জেলার মানুষের কাছে গুড় একটা ভালবাসা। আর তার সঙ্গে বাঁকুড়া মোদক সমাজের অন্যরকম গণেশ চতুর্থীর শোভাযাত্রা এক অনন্য ক্যানভাস রচনা করে, যায় জন্য প্রতি বছর অপেক্ষা করে থাকেন বাঁকুড়া শহরের বহু মানুষ।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: মাথার উপরের ঘটে ১১ কেজি গুড় নিয়ে পথ হাঁটা! বাঁকুড়ায় দেখা গেল অন্যরকম গণেশ চতুর্থী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement