Saraswati Puja 2023: ফেলা দেওয়া স্ট্র দিয়ে সরস্বতী মূর্তি বানিয়ে চমক শিক্ষকের
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
কোল্ড ড্রিংস খেয়ে ফেলে দেওয়া স্ট্র দিয়ে সরস্বতী মূর্তি তৈরি করে চমকে দিলেন দুর্গাপুরের শিক্ষক
পশ্চিম বর্ধমান: শিল্পীর শিল্পকলা ফুটিয়ে তোলার জন্য একটা গাছের পাতাই যথেষ্ট। বর্তমানে এই সমস্ত শিল্পীদের নানা রকম কারুকার্য এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা কমবেশি জানতেও পারি। কেউ সেফটিপিন দিয়ে তৈরি করে ফেলেন দশভূজা, কেউ আবার বালি দিয়ে ফুটিয়ে তোলেন মনের ভাব। এবারের সরস্বতী পুজোয় দুর্গাপুরের তেমনই এক শিল্পী নজর কেড়েছেন সবার। কোল্ড ড্রিঙ্ক খেয়ে যে স্ট্র আমরা ফেলে দিই এক চুটকিতে, সেই স্ট্র ব্যবহার করে ওই শিল্পী বানিয়ে ফেলেছেন আস্ত একটি সরস্বতী মূর্তি! এই মূর্তি তৈরি করতে ব্যবহার করেছেন প্রায় ৬ হাজার স্ট্র! এই শিল্পীর নাম অমিত সরকার। যিনি পেশায় সঙ্গীত ও অঙ্কন শিক্ষক।
স্ট্র দিয়ে অমিত সরকার বাগদেবীর যে মূর্তি তৈরি করেছেন তা দুর্গাপুরের মানুষের নজর কেড়েছে। অমিতবাবুর নিজের একটি শিক্ষা কেন্দ্র আছে। যেখানে সঙ্গীত এবং অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয়। সেই শিক্ষা কেন্দ্রের জন্যই তিনি এই স্ট্র-র সরস্বতী মূর্তি তৈরি করেছেন। নানা রকম রঙিন স্ট্র ব্যবহার করে তিনি এই অতুলনীয় মূর্তিটি বানিয়ে ফেলেছেন। যদিও এটা তাঁর প্রথম শিল্পকলা নয়। এর আগে বিগত ১৫ বছর ধরে তিনি নিজের প্রচেষ্টায় সরস্বতীর মূর্তি তৈরি করে আসছেন। চাল, ডাল, থার্মকল, বাদামের খোলা, মসলা, তেজপাতা, পেন্সিল ইত্যাদি দিয়ে সরস্বতীর মূর্তি বানিয়েছেন তিনি। যা দিয়ে চমক দিয়েছেন সরস্বতী পুজোয়। নিজের পড়ুয়া সহ শহরবাসীকে দিয়েছেন চমক।
advertisement
আরও পড়ুন: ছাত্রের বানানো মূর্তিতেই হবে সরস্বতী পুজো
advertisement
স্ট্র দিয়ে সরস্বতী মূর্তি তৈরির কারিগর অমিত সরকার জানান, স্থানীয় বাজার থেকে ১০০০ টাকা দিয়ে প্রায় ৬ হাজার স্ট্র কিনেছিলেন। মূলত প্রতিমার কাঠামোটি তৈরি হয়েছে মাটি, রঙিন কাগজ ও কাপড় দিয়ে। তার ওপর বসানো হয়েছে স্ট্র দিয়ে তৈরি কাঠামোটি। এই মূর্তি তৈরি করতে সব মিলিয়ে প্রায় ২০ দিন সময় লেগেছে তাঁর। স্ট্র-র সরস্বতী মূর্তির উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, ওজন ৬ কেজি। শিল্পী অমিত সরকারের আশা, স্ট্র-এর সরস্বতী দুর্গাপুরবাসীকে নতুনত্বের স্বাদ দেবে।
advertisement
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2023 8:55 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Saraswati Puja 2023: ফেলা দেওয়া স্ট্র দিয়ে সরস্বতী মূর্তি বানিয়ে চমক শিক্ষকের