হোম /খবর /বাঁকুড়া /
সোশ্যাল মিডিয়ার ক্ষমতা! সামান্য হোয়াটসঅ্যাপ গ্রুপ ৩ বছরেই ঘটাল এই কাণ্ড

Power of Social Media: সোশ্যাল মিডিয়ার ক্ষমতা! সামান্য হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করল দাতব্য চিকিৎসালয়

X
title=

বাঁকুড়ার অন্ধারথোল গ্রামে এই দাতব্য চিকিৎসালয়টি খোলা হয়েছে। আলোর দিশা (কর্মযোগ) নামে একটি সমাজসেবী সংগঠনের উদ্যোগে এই দাতব্য চিকিৎসালয়টি গড়ে তোলা হয়েছে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের স্বনামধন্য চিকিৎসকরা।

আরও পড়ুন...
  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

বাঁকুড়া: একবিংশ শতকে সোশ্যাল মিডিয়ার ক্ষমতা কতটা তা ফের প্রমাণ হয়ে গেল। দুঃস্থ ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য খোলা হয়েছিল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তার সদস্যরা অনেকেই একে অপরকে চিনতেন না। মাত্র তিন বছরের মধ্যে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লোকজনই একত্রিত হয়ে এক প্রত্যন্ত গ্রামে খুলে ফেলল দাতব্য চিকিৎসালয়!

বাঁকুড়ার অন্ধারথোল গ্রামে এই দাতব্য চিকিৎসালয়টি খোলা হয়েছে। আলোর দিশা (কর্মযোগ) নামে একটি সমাজসেবী সংগঠনের উদ্যোগে এই দাতব্য চিকিৎসালয়টি গড়ে তোলা হয়েছে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের স্বনামধন্য চিকিৎসকরা। মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রী অর্থাৎ হবু চিকিৎসকরাও এই মহতী উদ্যোগের পাশে এসে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন: হাতির তাণ্ডবলীলার পেছনে অন্যতম দায়ী গ্রামবাসীরা, মনে করছে বন দফতর

মেধাবী দরিদ্র ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা করে তাদের স্বপ্ন পূরণ করাই ছিল আলোর দিশা সংস্থার প্রাথমিক লক্ষ্য। সেই উদ্দেশ্যেই ২০১৯ সালের ২ এপ্রিল তাঁরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলেন। ধীরে ধীরে সেখানে যুক্ত হয় বহু মানুষ। গত তিন বছর ধরে এই আলোর দিশা সংস্থা বহু দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করিয়ে আসছে। এবার আরও বৃহৎ পরিসরে মানুষের পাশে দাঁড়াতেই তাঁরা এই দাতব্য চিকিৎসালয়টি চালু করলেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে তাঁরা বৃদ্ধাশ্রম ও একটি পশু চিকিৎসালয় তৈরি করতে চান।

নীলাঞ্জন ব্যানার্জি

Published by:kaustav bhowmick
First published: