West Medinipur News: হাতির তাণ্ডবলীলার পেছনে অন্যতম দায়ী গ্রামবাসীরা, মনে করছে বন দফতর

Last Updated:

বর্তমানে খড়গপুর ডিভিশনের কলাইকুন্ডা বিটে অবস্থান করছে ৫৭ থেকে ৬০টি হাতির দল। বারডাঙার জঙ্গলেও রয়েছে ২০ থেকে ২৫ টি হাতি। এই অবস্থায় এই হাতিদের উত্যক্ত করলে তারা গ্রামে ঢুকে ধ্বংসযজ্ঞে মেতে উঠতে পারে বলে আশঙ্কা।

+
title=

পশ্চিম মেদিনীপুর: শত চেষ্টা করেও হাতির লোকালয়ে ঢুকে পড়া আটকানো যাচ্ছে না। এমনিতেই জঙ্গলে খাবারের অভাবে তাদের জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে ঢুঁ মারার ঘটনা বেড়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তার ওপর জঙ্গল লাগেয়া গ্রামগুলির অল্পবয়সী ছেলেদের কিছু আচরণের জন্য চলতি বছর পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় হাতির তাণ্ডবলীলা শুরু হয়েছে বলে মনে করছেন বনকর্তারা। জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়া, হাতিকে দেখলেই বিরক্ত করার মত ঘটনা তাদের ক্ষিপ্ত করে তুলছে। এর ফলে রেগে গিয়ে হাতি বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। তাতে ফসল, বাড়িঘর নষ্টের পাশাপাশি চলতি বছর হাতির হানায় প্রাণহানির সংখ্যাও অনেকটা বেড়ে গিয়েছে।
পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম লাগোয়া অংশের পাশাপাশি খড়গপুর ডিভিশনের বিভিন্ন এলাকাতেও দাপিয়ে বেড়াচ্ছে হাতির পাল। বর্তমানে খড়গপুর ডিভিশনের কলাইকুন্ডা বিটে অবস্থান করছে ৫৭ থেকে ৬০টি হাতির দল। বারডাঙার জঙ্গলেও রয়েছে ২০ থেকে ২৫ টি হাতি। এই অবস্থায় এই হাতিদের উত্যক্ত করলে তারা গ্রামে ঢুকে ধ্বংসযজ্ঞে মেতে উঠতে পারে বলে আশঙ্কা।
advertisement
advertisement
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচারের উপর জোর দিয়েছে বন দফতর। যে সমস্ত এলাকায় হাতি অবস্থান করছে বা ইতিমধ্যেই তাণ্ডব চালিয়েছে সেই সকল জায়গায় মাইকিং করা হচ্ছে। হাতিকে উত্যক্ত না করার জন্য সাবধান করে দেওয়া হচ্ছে গ্রামের মানুষকে। নিষেধাজ্ঞা ভঙ্গ করলে বন্যপ্রাণ আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বন দফতর। পাশাপাশি হাতির দলের গতিবিধির উপর প্রতিটা মুহূর্তে নজর রাখা হচ্ছে।
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: হাতির তাণ্ডবলীলার পেছনে অন্যতম দায়ী গ্রামবাসীরা, মনে করছে বন দফতর
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement