Chandrayaan-3: 'এবার আর আমরা ফেল করব না', স্কুলের শিক্ষককে ফোন করে বলেছিলেন চন্দ্রযান-৩ এর অন্যতম নায়ক বাঁকুড়ার কৃশানু

Last Updated:

চাঁদে যাওয়ার যুদ্ধ জয় করেছে ভারত! যুদ্ধ জয় করেছেন ইসরোর  বিজ্ঞানী বাঁকুড়ার কৃশানু নন্দী। তিনি ছিলেন সেই দলে, যাঁরা চন্দ্রযান চাঁদের মাটি ছোঁয়ার পরে ‘রোভার’ গাড়ির গতিবিধি সমন্বয়ের বিষয়টি দেখছেন।

+
কৃশানু

কৃশানু নন্দী পাঠালেন আবেগঘন বার্তা

বাঁকুড়া: চাঁদে যাওয়ার যুদ্ধ জয় করেছে ভারত! যুদ্ধ জয় করেছেন ইসরোর  বিজ্ঞানী বাঁকুড়ার কৃশানু নন্দী। তিনি ছিলেন সেই দলে, যাঁরা চন্দ্রযান চাঁদের মাটি ছোঁয়ার পরে ‘রোভার’ গাড়ির গতিবিধি সমন্বয়ের বিষয়টি দেখছেন। চন্দ্রযান ৩-এর সাফল্যের পর নিজের স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা পাঠালেন কৃশানু। নিজের স্কুলের ব্যাপারে কথা বলতে গিয়ে বারবার গলা কেঁপে উঠছিল!
মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস রচনা করেছে ইসরো আর তাতে যোগদান করেছেন বাঁকুড়ার কৃশানু নন্দী। এত বড় একটি সাফল্যের পরও নিজেকে একটি অতি সাধারণ ছাত্র বললেন তিনি, ছোট-ছোট ভাই-বোনেদের এগিয়ে যাওয়ার বার্তা দিলেন। শুক্রবার ছাতনা কমলপুর নেতাজি উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের স্পিকারে করে শোনানো হল কৃষানু নন্দীর এক্সক্লুসিভ বার্তা। ২০০৯ সালে এই বিদ্যালয় থেকেই উচ্চমাধ্যমিক পাশ করেন কৃষানু।
advertisement
বিক্রম ল্যান্ড করার আগেই কমলপুর বিদ্যালয়ের রসায়ণ বিভাগের শিক্ষককে ফোন করেছিলেন কৃশানু। ফোন করে বলেছিলেন “এবার আর আমরা ফেল করব না।” স্কুলের শিক্ষকদের সঙ্গে বরাবরই যোগাযোগ রাখতেন তিনি। ভুলতেন না শিক্ষক দিবসে ফোন করতে।
advertisement
কৃষানুর স্কুল কমলপুর নেতাজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্ময় বন্দ্যোপাধ্যায় জানান, “আমরা ওকে বলেছি আসার জন্য। কিন্তু সামনেই বোধহয় সূর্যযান-এর একটি প্রজেক্ট আছে।” চাঁদের পর এবার তাহলে কি সূর্যতেও সক্রিয় ভূমিকা পালন করবেন বাঁকুড়ার কৃশানু?
advertisement
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Chandrayaan-3: 'এবার আর আমরা ফেল করব না', স্কুলের শিক্ষককে ফোন করে বলেছিলেন চন্দ্রযান-৩ এর অন্যতম নায়ক বাঁকুড়ার কৃশানু
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement