Chandrayaan-3: 'এবার আর আমরা ফেল করব না', স্কুলের শিক্ষককে ফোন করে বলেছিলেন চন্দ্রযান-৩ এর অন্যতম নায়ক বাঁকুড়ার কৃশানু

Last Updated:

চাঁদে যাওয়ার যুদ্ধ জয় করেছে ভারত! যুদ্ধ জয় করেছেন ইসরোর  বিজ্ঞানী বাঁকুড়ার কৃশানু নন্দী। তিনি ছিলেন সেই দলে, যাঁরা চন্দ্রযান চাঁদের মাটি ছোঁয়ার পরে ‘রোভার’ গাড়ির গতিবিধি সমন্বয়ের বিষয়টি দেখছেন।

+
কৃশানু

কৃশানু নন্দী পাঠালেন আবেগঘন বার্তা

বাঁকুড়া: চাঁদে যাওয়ার যুদ্ধ জয় করেছে ভারত! যুদ্ধ জয় করেছেন ইসরোর  বিজ্ঞানী বাঁকুড়ার কৃশানু নন্দী। তিনি ছিলেন সেই দলে, যাঁরা চন্দ্রযান চাঁদের মাটি ছোঁয়ার পরে ‘রোভার’ গাড়ির গতিবিধি সমন্বয়ের বিষয়টি দেখছেন। চন্দ্রযান ৩-এর সাফল্যের পর নিজের স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা পাঠালেন কৃশানু। নিজের স্কুলের ব্যাপারে কথা বলতে গিয়ে বারবার গলা কেঁপে উঠছিল!
মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস রচনা করেছে ইসরো আর তাতে যোগদান করেছেন বাঁকুড়ার কৃশানু নন্দী। এত বড় একটি সাফল্যের পরও নিজেকে একটি অতি সাধারণ ছাত্র বললেন তিনি, ছোট-ছোট ভাই-বোনেদের এগিয়ে যাওয়ার বার্তা দিলেন। শুক্রবার ছাতনা কমলপুর নেতাজি উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের স্পিকারে করে শোনানো হল কৃষানু নন্দীর এক্সক্লুসিভ বার্তা। ২০০৯ সালে এই বিদ্যালয় থেকেই উচ্চমাধ্যমিক পাশ করেন কৃষানু।
advertisement
বিক্রম ল্যান্ড করার আগেই কমলপুর বিদ্যালয়ের রসায়ণ বিভাগের শিক্ষককে ফোন করেছিলেন কৃশানু। ফোন করে বলেছিলেন “এবার আর আমরা ফেল করব না।” স্কুলের শিক্ষকদের সঙ্গে বরাবরই যোগাযোগ রাখতেন তিনি। ভুলতেন না শিক্ষক দিবসে ফোন করতে।
advertisement
কৃষানুর স্কুল কমলপুর নেতাজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্ময় বন্দ্যোপাধ্যায় জানান, “আমরা ওকে বলেছি আসার জন্য। কিন্তু সামনেই বোধহয় সূর্যযান-এর একটি প্রজেক্ট আছে।” চাঁদের পর এবার তাহলে কি সূর্যতেও সক্রিয় ভূমিকা পালন করবেন বাঁকুড়ার কৃশানু?
advertisement
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Chandrayaan-3: 'এবার আর আমরা ফেল করব না', স্কুলের শিক্ষককে ফোন করে বলেছিলেন চন্দ্রযান-৩ এর অন্যতম নায়ক বাঁকুড়ার কৃশানু
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement