Bankura: ভাদুলের সেতু দখল নিল নিম্নচাপের বৃষ্টির জল

Last Updated:

নিম্নচাপের বর্ষনের জেরে রাতভোর বৃষ্টিতে ভাদুলের দ্বারকেশ্বর ঘাট সংলগ্ন ভাদুল সেতুটি জলের তলায়। বাঁকুড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু হল ভাদুলের এই সেতুটি।

#বাঁকুড়া : নিম্নচাপের বর্ষনের জেরে রাতভোর বৃষ্টিতে ভাদুলের দ্বারকেশ্বর ঘাট সংলগ্ন ভাদুল সেতুটি জলের তলায়। বাঁকুড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু হল ভাদুলের এই সেতুটি। যদিও বর্ষার আগেই এই সেতু প্রায় পারাপারের অযোগ্য হয়ে উঠেছিল। তারপর রাস্তা পারাপারে বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে এই জল। ফলে যাতায়াতের সমস্যায় পড়েছেন সোনাতপল, বালিয়াড়া, মালাতোড় সহ প্রায় আট থেকে দশটি গ্রামের বাসিন্দারা। এই সেতু জলের তলে তলিয়ে যাওয়ায় প্রায় দশ কিলোমিটার ঘুরপথে বাঁকুড়া সদরের সঙ্গে যোগাযোগ রাখতে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে ঘুরপথে আসতে হচ্ছে এই গ্রামগুলির মানুষজনকে।
এই সেতুই একমাত্র ভরসা বিভিন্ন ব্যবসায়ী এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের বাঁকুড়া শহরে যাবার। স্থানীয়দের অভিযোগ সরকারি উদ্যোগ নিয়ে তৈরি হওয়া এই সেতুটির টাকা শুধু জলে যাচ্ছে কাজের কাজ কিছুই হচ্ছে না। প্রতি বছর এই সেতুটি মেরামত করা হলেও অত্যন্ত নিচু হওয়ার ফলে এই সেতু অল্প বৃষ্টি জেরে সেতুর জলের তলায় চলে যায়। সেতুর অধিকাংশ জায়গায় ফাটল দেখা যায়। গ্রামবাসীদের দাবি অবিলম্বে এই সেতুটি পুনর্নির্মাণ করে একটি স্থায়ী সেতু এখানে বানানো হোক।
advertisement
advertisement
ওই এলাকার বাসিন্দা শঙ্কর গরাই, সোমনাথ গরাই বলেন ভাদুলের এই সেতু আষাঢ় মাসের প্রতি বছর বৃষ্টিতে ভেঙে পড়ে। এইবছর শ্রাবণ মাসে ভাঙলো। প্রতি বছর ভাঙ্গার পরে সরকারিভাবে মেরামত করা হলেও জীর্ণ অবস্থাতেই পড়ে থাকে এই সেতু। দ্বারকেশ্বর নদীর উপর গড়ে ওঠা এই সেতু তাদের আশেপাশের প্রায় দশটি গ্রামের যোগাযোগের অন্যতম একটি মাধ্যম। রীতিমতো সমস্যায় পড়েছেন নদীর এপারে এবং ওপারে থাকা গ্রামের বাসিন্দারা।
advertisement
 
তাদের দাবি রাজ্য সরকার অবিলম্বে নজর দিক তাদের এই সেতুর উপর যাতে এই সেতুটি স্থায়ী সেতুরূপে পূর্ণতা পায় তাহলেই তাদের সমস্যার সমাধান হবে। প্রসঙ্গত প্রতিবছর বর্ষা এলেই এই সেতু ভেঙে যায় এবং বর্ষার পর নতুনভাবে সেতুটি তৈরি করা হয়।ফলে প্রতিবছরই একটা মোটা অঙ্কের টাকা খরচ হয় এবং তা নষ্ট হয়।যে কারণেই স্থানীয়রা দাবি তুলছেন সেতুর স্থায়ীকরণের।
advertisement
 
 
 
 
Joyjiban Goswami
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura: ভাদুলের সেতু দখল নিল নিম্নচাপের বৃষ্টির জল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement