Bankura News | Viral: নাগরদোলায় দাঁড়িয়ে সেলফি! যুবতীর চুল আটকে গেল পিলারে! তারপর? জানলে শিউরে উঠবেন

Last Updated:

Bankura News | Viral: সেলফি তুলতে গিয়ে এমন হতে পারে স্বপ্নেও ভাবেনি ওই যুবতী! জানুন

মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়া
মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়া
বাঁকুড়া: সেলফি তুলতে গিয়েই বিপত্তি, চলন্ত নাগরদোলা থেকে পড়ে মৃত্যু হল এক তরুনীর। গাজন মেলায় নাগরদোলায় চড়া কাল হল বছর কুড়ির প্রিয়াঙ্কা বাউরীর। নাগরদোলায় চেপে নিজস্বী নিতে গিয়েই নাগরদোলার বিয়ারিংয়ে চুল আটকে থাকা অবস্থায় মাটিতে ছিটকে পড়ে যুবতী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার এক্তেশ্বর শিব গাজনের মেলায়।
প্রতিবছর চৈত্র সংক্রান্তি উপলক্ষে উপলক্ষে বাঁকুড়ার এক্তেশ্বরে শিবের গাজন বিখ্যাত। সেই গাজন উপলক্ষ্যে বসে মেলাও। মেলাতে হাজির হয় জেলা ও জেলার বাইরের বহু মানুষ। বিভিন্ন ধরনের নাগরদোলা সহ মনোরঞ্জনকারী খেলা ও খাবারের দোকানে পসরা সাজায় ব্যবসায়ীরা । শুক্রবার দুপুরে মেলার ঘুর্নায়মান নাগরদোলায় দাঁড়িয়ে সেল্ফি তুলতে গিয়ে এক তরুনীর মাথার চুলের গোছা আটকে যায় নাগরদোলার ঘুর্নায়মান বিয়ারিং এ। এরপরেই উপর দিকে উঠার সময় চুলের গোছাতে টান পড়ে চুলের গোছা ছিড়ে কুড়ি ফুট উঁচু থেকে নিচে পড়ে যায় ওই তরুনী।
advertisement
advertisement
আরও পড়ুন:
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর গাজন মেলায় নাগরদোলায় চড়েছিলেন বছর কুড়ির বাঁকুড়ার ভাদুলের বাসিন্দা প্রিয়াঙ্কা বাউরী। নাগরদোলায় চড়ে সেলফি নিচ্ছিলেন ওই যুবতী। এই সময়ই অসাবধানতা বশত কোনভাবে তার চুলের গোছা আটকে যায় নাগরদোলার পিলারে বেয়ারিঙ্গে। আর তাতেই ঘটে দুর্ঘটনা।তড়িঘড়ি স্থানীয়দের সহযোগীতায় বাঁকুড়া সদর থানার পুলিশ ওই যুবতীকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে আহতকে স্থানান্তরিত করা হয় কলকাতায় উদ্দেশ্যে। কিন্তু কলকাতা পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে, বাঁকুড়ার শিবের গাজন মেলা এক্তেশ্বর এলাকায়।
advertisement
Priyabrata Goswami
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News | Viral: নাগরদোলায় দাঁড়িয়ে সেলফি! যুবতীর চুল আটকে গেল পিলারে! তারপর? জানলে শিউরে উঠবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement