Bankura News: ছুটে আসছে ওরা! এক দল হাতি, সঙ্গে বাচ্চা! গ্রামে ঘটে গেল ভয়ানক কাণ্ড! জানুন

Last Updated:

Bankura News: সকাল সকাল গ্রামে যা ঘটে গেল ভাবার বাইরে। এক দল হাতির কাণ্ডে নাজেহাল মানুষ!

+
আবারও

আবারও হাতির হানা বাঁকুড়ার সারেঙ্গায় । সাত সকালে শুরু তাণ্ডব

বাঁকুড়া: আবারও হাতির হানা বাঁকুড়ার সারেঙ্গায় । সাত সকালে শুরু তাণ্ডব। রায়পুরের ধানাড়া থেকে কংসাবতী নদী পেরিয়ে ভোরে এলাকায় প্রবেশ করে একটি হাতির দল। ওই দলে দুটি বাচ্চা সহ তিনটি প্রাপ্তবয়স্ক হাতি সহ মোট পাঁচটি হাতি রয়েছে। জানা গেছে যে হাতিগুলি রায়পুর এলাকা থেকে ভোরে সারেঙ্গা রেঞ্জ এলাকায় প্রবেশ করে।
এলাকায় হাতি প্রবেশ করার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক চাঞ্চল্য। বিভিন্ন গ্রাম থেকে হাতি দেখতে ভিড় জমান এলাকার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সারেঙ্গা থানার পুলিশ ও বনদফতরের কর্মীরা সঙ্গে ছিল হুলা পার্টির সদস্যরা।ছাতালি গ্রামের মাঝে একটি ঝারের মধ্যে বেশ কিছুক্ষণ আশ্রয় নেয় হাতির দল, সেখান থেকে হাতির দলকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন হুলা পার্টির সদস্যরা, সেই সময় হাতির হানায় যখম হন এক হুলা পার্টির সদস্য।
advertisement
advertisement
আরও পড়ুন:
তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।অন্যদিকে হাতির হানায় ভাঙে একটি বাড়ির একাংশ। এরপর হাতির দল তাড়া খেয়ে এদিক ওদিক করতে থাকে বেশ কয়েক ঘণ্টা। কখনও ছাতালী, কখনও রঘুডাঙা, কখনও বাঁদরশোল, বিক্রমপুর স্কুল মোড়। ভীড় জমে অতি উৎসাহী মানুষের। প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতন করা হয় তাদের কিন্তু বেপরোয়া মানুষজন। তাদের সামলাতে এলাকায় আছে বিশাল পুলিশ বাহিনী।
advertisement
Nilanjan Banerjee
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: ছুটে আসছে ওরা! এক দল হাতি, সঙ্গে বাচ্চা! গ্রামে ঘটে গেল ভয়ানক কাণ্ড! জানুন
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement