Bankura News: সহকারি প্রধান শিক্ষককে খুনের হুমকি মাধ্যমিক পরীক্ষার্থীর, ছেলের পথেই হাঁটল মা-বাবাও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Madhyamik Exam: রাতের অন্ধকারে খুনের হুঁশিয়ারি দিতে সহকারি প্রধান শিক্ষককের বাড়িতে মাধ্যমিক পরীক্ষার্থী, প্রাণভয়ে শিক্ষক দ্বারস্থ হয়েছেন বিষ্ণুপুর থানায়৷
বাঁকুড়া: মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর করছিল স্কুলের পরীক্ষার্থীরা। পরীক্ষাকেন্দ্রের তরফে খবর পেতেই নিজের স্কুল থেকে ওই পরীক্ষাকেন্দ্রে গিয়ে নিজের স্কুলের পরীক্ষার্থীদের ধমক দিতেই সহকারি প্রধান শিক্ষক পেলেন মারধর ও খুনের হুমকি। শুধু পরীক্ষার্থীর তরফেই মারধরের হুমকি নয় টেলিফোনে খুনের হুমকি দিয়েছেন পরীক্ষার্থীর মা ও বাবাও , এমনটাই অভিযোগ ওই সহকারি প্রধান শিক্ষকের। ঘটনায় আতঙ্কিত সহকারি প্রধান শিক্ষক থানার দ্বারস্থ হয়েছেন। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের কে এম হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র ছিল বিষ্ণুপুর মিশন হাইস্কুলে। শেষদিনের মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই মিশন হাইস্কুলে ভাঙচুর চালাতে শুরু করে কে এম হাইস্কুলের পরীক্ষার্থীরা এমনটাই অভিযোগ। মিশন হাইস্কুলের তরফে অভিযোগ পেতেই সেখানে ছুটে যান কে এম হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক সঞ্জীব সরকার। পরীক্ষাকেন্দ্রে পৌঁছে তিনি নিজের স্কুলের পরীক্ষার্থীদের ভাঙচুরে বিরত করার চেষ্টা করেন ধমক দেন ও দু একজন পরীক্ষার্থীর অ্যডমিট কার্ডের ছবি নিজের মোবাইলে তুলে রাখেন।
advertisement
advertisement
এতেই এক পরীক্ষার্থী ক্ষেপে ওঠে বলে অভিযোগ। পরে ওই পরীক্ষার্থী স্কুলে গিয়ে ওই সহকারি প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং রাতে বন্ধুকে নিয়ে শিক্ষকের বাড়িতে চড়াও হয় এমনটাই অভিযোগ। বিষয়টি পরীক্ষার্থীর বাবা ও মাকে টেলিফোনে জানাতে গেলে তাঁরা টেলিফোনে সহকারি প্রধান শিক্ষককে খুনের হুমকি দেন বলেই অভিযোগ।
advertisement
আরও পড়ুন - Bankura News: উচ্চমাধ্যমিকে বায়োলজিতে অপেরণ নিয়ে প্রশ্ন এলে কীভাবে লিখবেন? জেনে নিন সহজ টিপস!
এরপরই আতঙ্কে ওই শিক্ষক বাঁকুড়ার বিষ্ণুপুর থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ জানান। সহকারি প্রধান শিক্ষকের দাবি এই অবস্থায় তিনি যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযুক্ত পরীক্ষার্থী ও তার পরিবারের দাবি পরীক্ষাকেন্দ্রে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। তারপরও পুরানো শত্রুতার জেরে ওই শিক্ষক গতকাল পরীক্ষার্থীর অ্যডমিট কার্ডের ছবি তুলে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে হেনস্থা করছিল। সেই রাগের বশবর্তী হয়ে এমন কাজ তাঁরা করে ফেলেছেন বলে দাবি পরীক্ষার্থী ও তার পরিবারের ।
advertisement
Debabrata Mandal
Location :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2023 9:34 AM IST