Bankura News:"চেনা শহরের অচেনা রূপের" একেবারে অভিনব আয়োজন, দশ জন গুণী শিল্পী মিলে কাটলেন একটি কেক
- Published by:Ankita Tripathi
- hyperlocal
Last Updated:
বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের মঞ্চে দশ জন মিলে কাটলেন একটি কেক। দেখুন সেই অদ্ভুত জন্মদিন পালন
বাঁকুড়া: এক মঞ্চে একই দিনে একসঙ্গে পালিত হল দশ জন শিল্পীর জন্মদিন। হ্যাঁ আবারও এই অভাবনীয় জন্মদিন উৎযাপন দেখা গেছে বাঁকুড়া জেলার বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের মঞ্চে। যেখানে একই মঞ্চে উৎযাপিত হচ্ছে দশ জন গুণী শিল্পীর জন্মদিন। একই সঙ্গে কেক কাটতে দেখা গেল দশ জনকেই। গত মাসেও "চেনা শহরের অচেনা রূপ" এর পক্ষ থেকে পালিত হয় বাঁকুড়ার ১০ জন গুণীজনের জন্মদিন।
ফেব্রুয়ারি মাসেও ঘটল একই ঘটনা। ঐদিন জন্মদিন থাকা ডাক্তার প্রিয়দর্শী সেনগুপ্ত চেনা শহরের অচেনা রূপে আহ্বান জানিয়েছেন সকলকে৷ ব্যাপারটি ঘটেছে বাঁকুড়া জেলার "চেনা শহরের অচেনা রূপ" নামের কোভিড গৃহবন্দিকালে সংগঠিত এক সংস্থার হাত ধরে।
advertisement
"চেনা শহরের অচেনা রূপের " সভাপতি সুব্রত দরিপা জানান যে ২০২০ সালে কোভিড এর সময় গৃহবন্দি মনমরা বাঁকুড়াবাসীদের আনন্দ দিয়েই এই সংস্থার জন্ম দেন তিনি। বাঁকুড়া শহরের গুণী শিল্পীদের নিয়ে তৎকালীন সময়ে চলত সামাজিক মাধ্যমে লাইভ শো। ধীরে ধীরে জনপ্রিয়তা পায় এই উদ্যোগ এবং আজ "চেনা শহরের অচেনা রূপ " এর নাম বাঁকুড়ার বাইরের মানুষও জানেন।
advertisement
বাঁকুড়া হারিয়েছে লোকসংগীত কিংবদন্তি সুভাষ চক্রবর্তীকে তাই গত মাসের চেয়ে ভারাক্রান্ত ভাবেই পালিত হল বাঁকুড়ার ১০ জন শিল্পীর জন্মদিন এমনটাই জানান চেনা শহরের অচেনা রূপের সভাপতি সুব্রত দরিপা। মহান এই লোকসংগীত শিল্পী কে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করে "চেনা শহরের অচেনা রূপ"।
advertisement
Nilanjan Banerjee
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2023 12:09 PM IST