Bankura News: হাতে মাত্র ১৫ দিন, তারপরেই ভেঙে ফেলতে হবে বেআইনি নির্মান! নির্দেশ পৌরসভার
- Published by:Ankita Tripathi
- hyperlocal
Last Updated:
মল্ল রাজাদের অমূল্য কীর্তি 'গুমঘরে'র সামনে বেআইনী নির্মাণ ভেঙ্গে ফেলার নির্দেশ দিল বিষ্ণুপুর পৌরসভা।
বিষ্ণুপুর,বাঁকুড়াঃ বেআইনী নির্মাণ ভেঙ্গে ফেলার নির্দেশ দিল বিষ্ণুপুর পৌরসভা। মল্ল রাজাদের অমূল্য কীর্তি 'গুমঘরে'র সামনে বেআইনী নির্মাণ ভেঙ্গে ফেলার নির্দেশ দিল বিষ্ণুপুর পৌরসভা। শহরের ২ নম্বর ওয়ার্ড এলাকার সংশ্লিষ্ট বেসরকারি লজ মালিককে আগামী ১৫ দিনের মধ্যে নির্মাণ কাজ ভেঙ্গে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিষ্ণুপুর পৌরসভা সূত্রে খবর, পৌরসভাকে 'না জানিয়ে' শহরের 'গুমঘর' এলাকায় অসীম সরকার নামে এক ব্যক্তি একটি লজ তৈরী করেন, যা সম্পূর্ণ বেআইনী। এই অবস্থায় ইতিপূর্বে দু'বার নোটিশ দেওয়া হয়। এদিন পৌর আইন U/S-২১৮ অনুযায়ী তৃতীয়বারের জন্য নোটিশ দেওয়া হলো। ঐ গুমঘর এলাকাতেই অবস্থান করছে জোড় বাংলো, শ্যাম রায় মন্দির সহ একাধিক প্রাচীণ স্থাপত্য রয়েছে। প্রচুর দেশী বিদেশী পর্যটক এসবের টানেই এখানে ছুটে আসেন। স্থানীয় কাউন্সিলর দয়াল পাত্র বলেন, বিষয়টি নজরে আসতেই পৌরসভাকে জানিয়েছি। পৌরসভা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি জানান।
advertisement
advertisement
বিষ্ণুপুর পৌরসভার পৌর প্রধান গৌতম গোস্বামী এবিষয়ে বলেন, পৌর আইন অনুযায়ী ঐ অবৈধ নির্মাণকারীকে তৃতীয় বারের জন্য নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে ঐ বেআইনী নির্মাণ ভেঙ্গে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে। আর তা না হলে পৌর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
advertisement
Nilanjan Banerjee
Location :
Kolkata,West Bengal
First Published :
February 09, 2023 12:02 PM IST