Bankura Weather Forecast|| সপ্তাহান্তে বাঁকুড়া যাওয়ার টিকিট কেটেছেন? আবহাওয়া বদল নিশ্চিত, জানুন পূর্বাভাস

Last Updated:
Bankura Weather Forecast: মঙ্গলবারের মতো আজও আবহাওয়া প্রায় একই। আগামী সাতদিন কমবেশি থাকবে অগোছালো শীত, এমনটাই পূর্বাভাস। 
1/9
*রাতে হাড় কাঁপানো ঠান্ডা। এ দিকে একটু বেলা বাড়লেই চিড়বিড় করে অনুভূত হচ্ছে গরম। এমনটাই সাম্প্রতিক আবহাওয়া বাঁকুড়া জেলায়। আজও তার ব্যতিক্রম হবেনা বলেই জানা যাচ্ছে পূর্বাভাস। প্রতিবেদনঃ নীলাঞ্জন ব্যানার্জী। প্রতীকী ছবি।   
*রাতে হাড় কাঁপানো ঠান্ডা। এ দিকে একটু বেলা বাড়লেই চিড়বিড় করে অনুভূত হচ্ছে গরম। এমনটাই সাম্প্রতিক আবহাওয়া বাঁকুড়া জেলায়। আজও তার ব্যতিক্রম হবেনা বলেই জানা যাচ্ছে পূর্বাভাস। প্রতিবেদনঃ নীলাঞ্জন ব্যানার্জী। প্রতীকী ছবি।   
advertisement
2/9
*মকর সংক্রান্তির পর থেকে বাড়তে থাকে তাপমাত্রা। কিন্তু গতকাল রাত থেকেই বেশ শীতের কনকনানি অনুভূত হলেও তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি। প্রতীকী ছবি।   
*মকর সংক্রান্তির পর থেকে বাড়তে থাকে তাপমাত্রা। কিন্তু গতকাল রাত থেকেই বেশ শীতের কনকনানি অনুভূত হলেও তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি। প্রতীকী ছবি।   
advertisement
3/9
*মঙ্গলবারের মতো আজও আবহাওয়া প্রায় একই। আগামী সাতদিন কমবেশি থাকবে অগোছালো শীত, এমনটাই পূর্বাভাস। প্রতীকী ছবি।   
*মঙ্গলবারের মতো আজও আবহাওয়া প্রায় একই। আগামী সাতদিন কমবেশি থাকবে অগোছালো শীত, এমনটাই পূর্বাভাস। প্রতীকী ছবি।   
advertisement
4/9
*আজ ৮ ফেব্রুয়ারি। ভোর থেকেই শীতলতার স্পর্শ বেশ স্পষ্টই বাঁকুড়ায়। আজ সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে ১৫ ডিগ্রি সেলসিয়াস। ৬ঃ০৬ বেজে সূর্যোদয় হয়েছে। আকাশও বেশ পরিষ্কার। রাতের দিকে শীত অনুভূত হলেও দিনের বেলায় স্পষ্ট বোঝা যাচ্ছে আগমনী গ্রীষ্মের কড়াল দৃষ্টি। প্রতীকী ছবি।   
*আজ ৮ ফেব্রুয়ারি। ভোর থেকেই শীতলতার স্পর্শ বেশ স্পষ্টই বাঁকুড়ায়। আজ সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে ১৫ ডিগ্রি সেলসিয়াস। ৬ঃ০৬ বেজে সূর্যোদয় হয়েছে। আকাশও বেশ পরিষ্কার। রাতের দিকে শীত অনুভূত হলেও দিনের বেলায় স্পষ্ট বোঝা যাচ্ছে আগমনী গ্রীষ্মের কড়াল দৃষ্টি। প্রতীকী ছবি।   
advertisement
5/9
*সামান্য বেলা বাড়তেই সূর্যের তীক্ষ্ণ দৃষ্টিতে অনুভূত হচ্ছে গরম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। প্রতীকী ছবি।   
*সামান্য বেলা বাড়তেই সূর্যের তীক্ষ্ণ দৃষ্টিতে অনুভূত হচ্ছে গরম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। প্রতীকী ছবি।   
advertisement
6/9
*আবহাওয়ার পরিবর্তনের শরীর খারাপ নিত্য সঙ্গী। সর্দি আর তার নিত্যসঙ্গী জ্বর। আগামিকাল আবহাওয়ার সূচক একইরকম থাকতে পারে। ১ ডিগ্রি হ্রাস পাবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা। প্রতীকী ছবি।   
*আবহাওয়ার পরিবর্তনের শরীর খারাপ নিত্য সঙ্গী। সর্দি আর তার নিত্যসঙ্গী জ্বর। আগামিকাল আবহাওয়ার সূচক একইরকম থাকতে পারে। ১ ডিগ্রি হ্রাস পাবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা। প্রতীকী ছবি।   
advertisement
7/9
*বাঁকুড়া শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স দিন দিন অবনতির পথে। আগের মাসে যা বেলা ৭'টার সময় ছিল, আজ আবারও অনেকটাই বেড়ে গিয়েছে। সকাল ৭ টায় ছিল ২৮৬। বেলার দিকে রুদ্রমূর্তি ধারণ করবে বলে জানা যাচ্ছে। এই মান সাধারণের চেয়ে অনেক বেশি এবং শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর এখন বাঁকুড়ার বায়ু। প্রতীকী ছবি।   
*বাঁকুড়া শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স দিন দিন অবনতির পথে। আগের মাসে যা বেলা ৭'টার সময় ছিল, আজ আবারও অনেকটাই বেড়ে গিয়েছে। সকাল ৭ টায় ছিল ২৮৬। বেলার দিকে রুদ্রমূর্তি ধারণ করবে বলে জানা যাচ্ছে। এই মান সাধারণের চেয়ে অনেক বেশি এবং শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর এখন বাঁকুড়ার বায়ু। প্রতীকী ছবি।   
advertisement
8/9
*সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত অতিবেগুনি রশ্মির পরিমাণ আজ তুলনামূলকভাবে আবারও কম থাকবে। সারাদিন দক্ষিণ পূর্ব দিকে মাত্র ৯ কিমি বেগে বইবে বাতাস। তবে বায়ুতে আদ্রতার পরিমাণ ৬৭%। বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। প্রতীকী ছবি।   
*সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত অতিবেগুনি রশ্মির পরিমাণ আজ তুলনামূলকভাবে আবারও কম থাকবে। সারাদিন দক্ষিণ পূর্ব দিকে মাত্র ৯ কিমি বেগে বইবে বাতাস। তবে বায়ুতে আদ্রতার পরিমাণ ৬৭%। বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। প্রতীকী ছবি।   
advertisement
9/9
*এই দ্বি-চরিত্রের আবহাওয়া থাকবে আরও বেশ কয়েকদিন। সকালে ও রাত্রে শীতের আমেজ এবং বেলার দিকে গরম। এখনও শীতের কিছু বাকেট লিস্ট বাকি? তাহলে দেরি না করে এই কয়েকদিন পূরণ করে নিন সেই সব শীতের না পাওয়া গুলি। কারণ আর মাত্র কয়েকদিন। তার পরই 'গুডবাই' জানতে হতে পারে শীতকালকে। শীতের শেষ ইনিংস শেষ হয়ে যেতে পারে এক লহমায়। প্রতীকী ছবি।
*এই দ্বি-চরিত্রের আবহাওয়া থাকবে আরও বেশ কয়েকদিন। সকালে ও রাত্রে শীতের আমেজ এবং বেলার দিকে গরম। এখনও শীতের কিছু বাকেট লিস্ট বাকি? তাহলে দেরি না করে এই কয়েকদিন পূরণ করে নিন সেই সব শীতের না পাওয়া গুলি। কারণ আর মাত্র কয়েকদিন। তার পরই 'গুডবাই' জানতে হতে পারে শীতকালকে। শীতের শেষ ইনিংস শেষ হয়ে যেতে পারে এক লহমায়। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement