Bankura News: ৯২-র বৃদ্ধ সচক্ষে দেখেছিলেন নেতাজিকে, এখনও টগবগে জোয়ান যেন, দীর্ঘায়ুর রহস্য ফাঁস!
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Bankura News: কীভাবে আয়ু বাড়ানো যায়? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, খাবারই হল বিষ। যত কম আহার, তত বেশি আয়ু। নিজে এক বেলাই খান। প্রায় ৪০-৫০ বছর ধরে একাহারী পালন করে আসছেন তিনি।
বাঁকুড়া: রামরঞ্জন দত্ত, ভোটার কার্ড অনুযায়ী ২০২৩ সালে বয়স ৯২ বছর। দেখে মনে হবে সবেমাত্র সত্তরের ঘরে পা দিয়েছেন। জীবনীশক্তি ভরপুর। এক বেলা খেয়েই বয়সকে হার মানিয়ে পুরোদমে জীবনযাপন করছেন। বাঁকুড়ার এই বৃদ্ধ ভারতের স্বাধীনতার আগের এবং পরের দুই পরিস্থিতিই দেখেছেন। দেখেছেন কীভাবে সময়ের সঙ্গে পরিবর্তন হয়েছে দেশের রূপ। কীভাবে উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে দুর্নীতি এবং ভেজাল। বর্তমান সময়ে যখন চারিদিকে ভেজাল, তখন কীভাবে সুস্থভাবে লম্বা জীবন যাপন করতে হয়, তার জ্বলন্ত উদাহরণ তিনি। তবে তার আগে জেনে নেওয়া যাক একটি বিশেষ গল্পের কথা। বাঁকুড়ার ছাতনার বাসিন্দা চাক্ষুষ দেখেছিলেন নেতাজীকে।
কীভাবে আয়ু বাড়ানো যায়? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, খাবারই হল বিষ। যত কম আহার, তত বেশি আয়ু। নিজে এক বেলাই খান। প্রায় ৪০-৫০ বছর ধরে একাহারী পালন করে আসছেন তিনি। নিজের কাজ নিজেই করেন। দরকার পড়লে হেঁটে যান সব জায়গায়। পরনে ধুতি আর পাঞ্জাবি।
advertisement
এই বৃদ্ধই যেন সাধারণ যাপনের মূর্ত প্রতীক। কানে একটু কম শোনেন, চোখে ছানি থাকলেও, পড়তে পারেন বই। এই কিছুদিন আগেই কাছাকাছি এক গণেশ পূজার উদ্বোধন করেন তিনি। গিয়েছিলেন হেঁটেই। একসময় ছাতনা থেকে বাঁকুড়া শহর সিনেমা দেখার জন্যে হেঁটেই যাতায়াত করতেন তিনি। ছাতনা থেকে বাঁকুড়া শহরের দূরত্ব কমপক্ষে ১০ কিলোমিটার।
advertisement
আজকাল অর্থের জন্যে অনেকেই নিজের স্বাস্থ্যকে বঞ্চিত করেন। তার সঙ্গে রয়েছে মানসিক চাপ এবং মানসিক অবসাদ। বর্তমান যুগে সব কিছুই একটি বোতাম টিপলেই হয়ে যায়। যার ফলে কমে গেছে অ্যাকটিভিটি এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে শরীর। বাসা বাঁধছে রোগ, কমছে আয়ু। কিন্তু রামরঞ্জন বাবুকে দেখলে বোঝা যায় আগেকার দিনে আর্থিক প্রাচুর্য এবং সুযোগ সুবিধা না থাকলেও ছিল খাটার মানসিকতা। সেই কারণেই হয়ত বাঁকুড়ার এই বৃদ্ধ হার মানিয়েছে বয়সকেও।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
Location :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2023 5:44 PM IST