Soumendu Roy: প্রয়াত সৌমেন্দু রায়! ৯০-এ চলে গেলেন সত্যজিতের ছবির সিনেমাটোগ্রাফার

Last Updated:

Soumendu Roy: সত্যজিৎ রায়ের সঙ্গে দীর্ঘদিন বহু কাজ করেছেন। কালজয়ী পরিচালকের সঙ্গে 'তিন কন্যা' ছবি থেকে তাঁর যাত্রা শুরু হয়েছিল। জাতীয় পুরস্কার-সহ একাধিক দেশি-বিদেশী সম্মানে সৌমেন্দু বাবুকে সম্মানিত করা হয়েছে বিভিন্ন সময়।

কলকাতা: প্রয়াত বিখ্যাত সিনেমাটোগ্রাফার সৌমেন্দু রায়। আজ সকাল ১১.৩০ টা নাগাদ তার সপ্তপর্ণির বাসভবনে তাঁর মৃত্যু হয়েছে। শোনা যাচ্ছে, হৃদযন্ত্র বিকল হয়ে বুধবার ভোরে তিনি মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘ দিন ধরে বার্ধক্য জনিত অসুখে ভুগছিলেন তিনিয় সৌমেন্দু রায় সত্যজিৎ রায়ের চিত্রগ্রাহক হিসেবে বিশেষ ভাবে পরিচিত।
সত্যজিৎ রায়ের সঙ্গে দীর্ঘদিন বহু কাজ করেছেন। কালজয়ী পরিচালকের সঙ্গে ‘তিন কন্যা’ ছবি থেকে তাঁর যাত্রা শুরু হয়েছিল। জাতীয় পুরস্কার-সহ একাধিক দেশি-বিদেশী সম্মানে সৌমেন্দু বাবুকে সম্মানিত করা হয়েছে বিভিন্ন সময়। বুধবার সকালে স্নান সেরে ওঠার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
advertisement
advertisement
১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন সৌমেন্দু। কেরিয়ারের শুরুর দিকে সত্যজিতের ছবিতে লাইট, ট্রলির কাজ সামলাতেন তিনি। তার পর সিনেম্যাটোগ্রাফির কাজ শুরু। ‘তিন কন্যা’র পাশাপাশি ‘অশনি সঙ্কেত’, ‘অরণ্যের দিনরাত্রি’-এর মতো অগুনতি ছবিতে কাজ করেন তিনি। সিনেম্যাটোগ্রাফির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন সৌমেন্দু। তাঁর প্রয়াণে ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Soumendu Roy: প্রয়াত সৌমেন্দু রায়! ৯০-এ চলে গেলেন সত্যজিতের ছবির সিনেমাটোগ্রাফার
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement