'বড়দিনের' পর এ বার ধর্মঘট, আজও ব্যাঙ্ক বন্ধ!

Last Updated:

সংগঠনের দাবি, তাদের অধীনে দেশের ২১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ১০ লক্ষ ব্যাঙ্ক কর্মী ও অফিসার রয়েছেন৷ এমনিতেই গত কয়েক দিন ধরে ব্যাঙ্ক বন্ধ৷ তার মধ্যে আজকের ধর্মঘট ব্যাপক সমস্যায় ফেলেছে সাধারণ মানুষকে৷

#কলকাতা: বছরশেষে আর্থিক সঙ্কট৷ আজ অর্থাত্‍‌ বুধবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যাঙ্ক কর্মীরা৷ যার নির্যাস, ব্যাঙ্কিং পরিষেবা ব্যাপক ধাক্কা খাওয়ার আশঙ্কা৷ সারা দেশে ১০ লক্ষ ব্যাঙ্ক কর্মী ধর্মঘটে সামিল হয়েছেন৷ কলকাতায় বেশির ভাগ এটিএম বন্ধ৷ ব্যাঙ্কগুলিতে তালা ঝুলছে৷
২৬ ডিসেম্বরের এই ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)৷ সংগঠনের দাবি, তাদের অধীনে দেশের ২১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ১০ লক্ষ ব্যাঙ্ক কর্মী ও অফিসার রয়েছেন৷ এমনিতেই গত কয়েক দিন ধরে ব্যাঙ্ক বন্ধ৷ তার মধ্যে আজকের ধর্মঘট ব্যাপক সমস্যায় ফেলেছে সাধারণ মানুষকে৷
কেন ব্যাঙ্ক কর্মীরা ধর্মঘট ডেকেছেন? রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির প্রস্তাবিত সংযুক্তিকরণের বিরুদ্ধে ধর্মঘটে সামিল হয়েছেন ব্যাঙ্ককর্মীরা৷ ব্যাঙ্ক অফ বরোদা, দেনা ব্যাঙ্ক ও বিজয়া ব্যাঙ্কের সংযুক্তিকরণের চিন্তাভাবনা করছে সরকার৷ একই সঙ্গে বতেন বৃদ্ধির দাবিও জানিয়েছেন ধর্মঘটী সংগঠনগুলি৷ মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনের তরফে জানানো হয়েছে, প্রতিটি ব্যাঙ্কের কর্মীদের (স্কেল ১ থেকে ৭) কমপক্ষে ২৫ শতাংশ বেতন বৃদ্ধি করতে হবে৷ এবং ভ্যারিয়েবল পে-র প্রস্তাবও খারিজ করে দিয়েছে ব্যাঙ্ক সংগঠনগুলি৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
'বড়দিনের' পর এ বার ধর্মঘট, আজও ব্যাঙ্ক বন্ধ!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement