নিপা ভাইরাসের সংক্রমণ রুখতে চিড়িয়াখানা জুড়ে কড়া নজরদারি
Last Updated:
নিপা ভাইরাসের সংক্রমণ রুখতে চিড়িয়াখানা জুড়ে শুরু হয়েছে কড়া নজরদারি
#কলকাতা: নিপা ভাইরাসের সংক্রমণ রুখতে আগাম সতর্কতা আলিপুর চিড়িয়াখানায়। চিড়িয়াখানা ক্যাম্পাসের মধ্যে গাছের ফল খেতে নিষেধ করল কর্তৃপক্ষ। চিড়িয়াখানার বেশ কয়েকটি ফল গাছে বাদুড়ের বাস। তাই এই অতিরিক্ত সাবধানতা। নোটিসে পশু-পাখিদেরও এসব ফল দিতে বারণ করা হয়েছে।
নিপা ভাইরাসকে ঘিরে বাড়ছে আতঙ্ক। প্রাথমিক ধারণা, বাদুড়ে খাওয়া ফল থেকেই ছড়াচ্ছে নিপা ভাইরাস। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানার মধ্যে বেশ কয়েকটি ফলের গাছ রয়েছে। সেই গাছের ফল খাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। গত ২৪ মে এই মর্মে নোটিস দেওয়া হয়েছে কর্মীদের।
প্রায় পনেরশোটি গাছ আছে চিড়িয়াখানা ক্যাম্পাসে । তার মধ্যে অধিকাংশই আম, জাম, জামরুল গাছ। কয়েকটি গাছকে চিহ্নিত করা হয়েছে। সেসব গাছে বাদুড়ের বাস। নিপা ভাইরাসের সংক্রমণ রুখতে চিড়িয়াখানা জুড়ে শুরু হয়েছে কড়া নজরদারি।
advertisement
advertisement
চিড়িয়াখানার পাখি, বাঁদর, শিম্পাঞ্জি সকলেই ফলাহারি। বাজার থেকেই আসে তাদের ফল। নিপা আতঙ্কে এখন পরীক্ষার পরই সেই ফল দেওয়া হচ্ছে তাদের।
Location :
First Published :
May 29, 2018 11:35 AM IST