ফের আরও এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম-এ প্রতারণা, লোপাট কলকাতার গ্রাহকের টাকা
Last Updated:
ফের ঘটনাস্থল কলকাতা ৷ এই ঘটনাতেও দিল্লি থেকেই টাকা লোপাটের বিষয়টি পরিচালিত হয়েছে ৷
#কলকাতা: ফের রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা লোপাটের অভিযোগ। আরও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে হাওয়া হাজার হাজার টাকা ৷ ফের ঘটনাস্থল কলকাতা ৷ এই ঘটনাতেও দিল্লি থেকেই টাকা লোপাটের বিষয়টি পরিচালিত হয়েছে ৷
গড়িয়াহাটের একটি এটিএমে কার্ড সোয়াইপ করার পরই চার দফায় লোপাট মোট চল্লিশ হাজার টাকা। রাহুল রায় নামে ওই গ্রাহকের দাবি, গত ২৯ জুলাই তাঁর মোবাইলে চারটি মেসেজ ঢোকে। তাতেই চল্লিশ হাজার টাকা লোপাটের কথা জানতে পারেন তিনি। ওই টাকা দিল্লির কোনও শপিংমলে খরচ করা হয়েছে বলেও মোবাইলে আসা মেসেজে জানানো হয়।
advertisement
আরও পড়ুন
advertisement
৩০ তারিখ বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানান রাহুল। রবীন্দ্র সরোবর থানায় অভিযোগও দায়ের করেন তিনি। এর আগেও গড়িয়াহাটে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এটিএমে জালিয়াতির অভিযোগ উঠেছে। আবারও একই ঘটনায় উদ্বিগ্ন গ্রাহকরা।
আরও পড়ুন
advertisement
Location :
First Published :
August 02, 2018 8:55 AM IST