Weekly Horoscope: চলতি সপ্তাহে এই সব রাশির প্রেম জীবনে নেমে আসবে নানা সমস্যা! এমনকী সম্পর্কও ভেঙে যেতে পারে

Last Updated:

সব রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহটা অর্থাৎ ১৭ থেকে ২৩ অক্টোবরের সময়টা কেমন কাটবে, সেটাই দেখে নেওয়া যাক। কোন রাশির জাতকের প্রেম জীবনে কী আসতে চলেছে, তা নিয়েই আলোচনা করা হল।

কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় এক জন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
আর সেই সব রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহটা অর্থাৎ ১৭ থেকে ২৩ অক্টোবরের সময়টা কেমন কাটবে, সেটাই দেখে নেওয়া যাক। কোন রাশির জাতকের প্রেম জীবনে কী আসতে চলেছে, তা নিয়েই আলোচনা করা হল।
মেষ:
advertisement
এই সপ্তাহে সম্পর্কের ক্ষেত্রে অশান্তির মেঘ ঘনিয়ে আসতে পারে। ফলে এই রাশির জাতক-জাতিকাদের পুরো মনোযোগটাই সঙ্গীর মেজাজ-আচরণ এবং ব্যক্তিত্বে বদলের দিকেই যাবে। সঙ্গীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ঘটতে পারে। ফলে পুরনো সম্পর্ক মনে ফের নতুন করে জায়গা করে নিতে পারে। যার মারাত্মক প্রভাব পড়তে পারে বর্তমান সম্পর্কের উপর। তাই এই সময়টায় বাস্তববুদ্ধিকে আরও বেশি করে কাজে লাগাতে হবে এবং পরবর্তী কালে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বিশ্বাসের ভিতটা আরও বাড়িয়ে তুলতে হবে।
advertisement
বৃষ:
মিথ্যা প্রতিশ্রুতি থেকে বিরত থাকতে হবে। না-হলে এই রাশির জাতক-জাতিকাদের প্রতি তাঁদের সঙ্গীর হতাশা আরও বাড়বে। এই সপ্তাহে হয়তো প্রেমিক অথবা প্রেমিকার সঙ্গে একটা ভ্রমণের সুযোগ আসবে। আর পরিকল্পনা মাফিক এই ভ্রমণে গেলে সঙ্গীর সঙ্গে হওয়া নানা সমস্যার অচিরেই সমাধান হয়ে যাবে।
advertisement
মিথুন:
এই সপ্তাহটা মিথুন রাশির জাতক-জাতিকাদের প্রেম জীবনে নানা চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে। তাঁদের সঙ্গীর ব্যক্তি জীবনে এমন কোনও সঙ্কট আসতে পারে, যার প্রভাব পড়বে সম্পর্কের উপরেই। এই পরিস্থিতিতে আরও বেশি করে সঙ্গীর পাশে থাকতে হবে এবং তাঁর প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। আর সঙ্গীর সামনে এমন কোনও দাবি-দাওয়া রাখা উচিত নয়, কারণ সেটা পূরণ করার ক্ষমতা তাঁর না-ও থাকতে পারে।
advertisement
কর্কট:
এই সপ্তাহটা কর্কট রাশির প্রেমের সম্পর্কের জন্য ভাল দিক বয়ে আনবে। কারণ দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি কিংবা মন কষাকষি দূর হয়ে যাবে। আবার দুজনের সম্পর্ক সুন্দর হয়ে উঠবে। আর জীবনে পজিটিভ এনার্জি আসার দরুন প্রেমের ক্ষেত্রেও তার প্রভাব পড়তে চলেছে। আর চলতি সপ্তাহে আরও বেশি করে সঙ্গীর সঙ্গে সময় কাটাতে হবে।
advertisement
সিংহ:
চলতি সপ্তাহে সিংহ রাশির জাতক-জাতিকাদের প্রেম জীবন বেশ ভালই কাটবে। আসলে এঁরা নিজেদের প্রেমিক অথবা প্রেমিকাদের সম্মান করেন। শুধু তা-ই নয়, সঙ্গীর নিজস্বতাকেই এঁরা প্রাধান্য দিয়ে থাকেন। আর সিংহ রাশির জাতক-জাতিকাদের এই বিষয়টা তাঁদের সঙ্গীরাও বেশ পছন্দ করেন। ফলে সঙ্গীর থেকে কোনও মিষ্টি উপহার পাওয়ার জন্য তৈরি থাকুন। এই সপ্তাহে সঙ্গীর সঙ্গে সময় কাটাতে হবে এবং মনের অনুভূতি খোলাখুলি ভাবে প্রকাশ করতে হবে।
advertisement
কন্যা:
সঙ্গীর স্বাস্থ্য নিয়ে এই সপ্তাহে ভুগতে হতে পারে। ক্রমাগত এই উদ্বেগ থেকে মানসিক সমস্যা তৈরি হবে আর তাতে প্রেম জীবনের শান্তিতে বিঘ্ন আসতে পারে। ফলে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। সেই সব মিটিয়ে নিতে হবে। না-হলে সমস্যা আরও বাড়বে।
তুলা:
এই রাশির জাতক-জাতিকাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি চলতি সপ্তাহে তাঁদের সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক বদল আনতে চলেছে। সঙ্গীকে নিজের মনের কথা খোলাখুলি বলতে গেলে হয়তো তাঁরা লক্ষ্য করবেন, মনের সাহস যেন অনেকটাই বেড়ে গিয়েছে। চলতি সপ্তাহে সঙ্গীর সঙ্গে ডেট-এ গিয়ে কিছু ভাল মুহূর্ত কাটাতে হবে।
advertisement
বৃশ্চিক:
এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের প্রেম জীবন বেশ ভালই যাবে। কারণ তাঁদের মনের ভালবাসা এবং তা প্রকাশের প্রবণতাই সঙ্গীর মন বারবার জয় করে নেয়। সঙ্গীও এই রাশির জাতক-জাতিকার উপর ভালবাসা উজাড় করে দেবেন। ফলে সম্পর্কের উন্নতিও ঘটবে। আর ভবিষ্যতের কথাও আলোচনা হতে পারে।
ধনু:
সম্পর্কে থাকুন কিংবা সিঙ্গেলই থাকুন, নিজের মূল্য এবং সম্মানের কথাটা কিন্তু সব সময়ই মনে রাখতে হবে। তাই সঙ্গী যদি অসম্মান করেন, তা মুখ বুজে সহ্য করে নিলে চলবে না। আর সঙ্গীর সঙ্গে মতামতের ক্ষেত্রেও স্বচ্ছতা বজায় রাখতে হবে।
মকর:
চলতি সপ্তাহে সঙ্গীর সঙ্গে মন কষাকষি কিংবা বিবাদ হতে পারে। এমনিতে হয়তো সঙ্গীর সঙ্গে ঝগড়া হয়েই থাকে, কিন্তু এ-বার এমন একটা ঝামেলা হতে পারে, যা সম্পর্কটাকেই নষ্ট করে দেবে। তাই নিজের মনের কথা শুনতে হবে আর নিজের অনুভূতির উপরেই বিশ্বাস রাখতে হবে।
কুম্ভ:
চলতি সপ্তাহে এই রাশির জাতক-জাতিকাদের মনের কোনও অব্যক্ত ইচ্ছা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। এ-ছাড়াও মনে নানা রকম অনুভূতি ভিড় করে আসবে হয়তো। এমনকী সঙ্গীকে হারিয়ে ফেলার ভয়ও মনকে গ্রাস করতে পারে। তাই নিজের সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলে সব কিছু আলোচনা করে নিতে হবে।
মীন:
চলতি সপ্তাহে নিজের রাগের উপর নিয়ন্ত্রণ আনার কথা বিবেচনা করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। আর সেই সঙ্গে নিজের ধৈর্য্য রাখলে তা ফলদায়ী হবে। মীন রাশির জাতক-জাতিকাদের সঙ্গীরা তাঁদের জন্য কোনও গেট-টুগেদার পরিকল্পনা করতে পারেন। প্রত্যেকটা মুহূর্ত নিজেদের মতো করে উপভোগ করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Weekly Horoscope: চলতি সপ্তাহে এই সব রাশির প্রেম জীবনে নেমে আসবে নানা সমস্যা! এমনকী সম্পর্কও ভেঙে যেতে পারে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement