Vastu tips: ধূপবাতি আর আগরবাতি কি একই? কোনটি জ্বালানো শুভ? রোজ ভুল করার আগে জেনে নিন বাস্তুবিদের পরামর্শ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রের এইসব নিয়ম মেনে ধূপ জ্বালা উচিত বলেই জানালেন বাস্তুবিদ
পুজোর সময় অনেকেই ঘরে ধূপকাঠি জ্বালেন। ধূপ জ্বালাকে বেশিরভাগ জনেই শুভ বলে মনে করেন। কিন্তু জানেন কী ধূপ জ্বালার বেশ কিছু নিয়ম রয়েছে। জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রের এইসব নিয়ম মেনে ধূপ না জ্বাললে অমঙ্গল হতে পারে বলেই জানালেন জ্যোতিষবিদ।
পালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা জানালেন ধূপকাঠি আর আগরবাতি জ্বালাবার বিধিনিষেধ। ধূপবাতি আর আগরবাতি কিন্তু এক জিনিস নয় মোটেই দুটি আসলে আলাদা।
আরও পড়ুন: ভুলেও শিবপূজার সময় করবেন না এইসব কাজ, দেবেন না এইসব ফুল! শিবরাত্রির আগেই সাবধান করলেন বিশেষজ্ঞ
advertisement
advertisement
বাস্তুবিদের মতে, পূজার সময় আগরবাতি জ্বালানো মানেই তা শুভ এমন ধারণা ভুল। তিনি জানালেন কিছুক্ষেত্রে আগরবাতি জ্বালানো অনেক সময় খারাপও হতে পারে।
বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার মতে, বেশিরভাগ ক্ষেত্রে আগরবাত্তি বাঁশ দিয়ে তৈরি হয়। বাঁশ পোড়ানো মোটেই শুভ নয়। তাই বাঁশ দিয়ে আগরবাতি জ্বালানো একেবারেই শুভ নয় বলে মত তাঁর।
advertisement
পাশাপাশি তিনি জানালেন বৈজ্ঞানিক দৃষ্টিকোন থেকেও এটি খারাপ। কারণ বাঁশ পোড়ানো শরীরের পক্ষেও একেবারেই স্বাস্থ্যকর নয়।
বদলে, জ্যোতিষবিদ পরামর্শ দিলেন ধূপবাতি জ্বালানোর। কারণ ধূপবাতি আসলে চন্দন কাঠ, অন্যান্য বিভিন্ন ভাল ভাল কাঠ দিয়ে তৈরি হয়। তিনি জানালেন ধূপবাতি জ্বাললে গ্রহের দোষ কাটে। পরিবারের মঙ্গল হয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2024 8:07 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Vastu tips: ধূপবাতি আর আগরবাতি কি একই? কোনটি জ্বালানো শুভ? রোজ ভুল করার আগে জেনে নিন বাস্তুবিদের পরামর্শ