Rose Petals Vastu Tips: বাড়ির চেহারা বদলে দিতে পারে গোলাপের পাপড়ি, নিজেকেই নিজে চিনতেই পারবেন না

Last Updated:

Rose Petals Vastu Tips: বাড়ির খোলনোলচে বদলে দেবে গোলাপের পাপড়ি, উন্নতির জোয়ারে ভাসবে পরিবার

প্রতীকী ছবি {
প্রতীকী ছবি {
ঘরকে সাজাতে গোছাতে, বা অত্যন্ত সুন্দর দেখতে বেশ সুন্দর লাগছে তখন কিছু পদ্ধতি আছে যা প্রয়োগ করতে হবে ৷ ঘরকে বিভিন্ন গাছপালা দিয়ে সাজানো গোছানো হয়ে থাকে ৷ কিন্তু বেশ কিছু ক্ষেত্রেই ঘরকে সাজানোর বিষয়ে আমরা এড়িয়ে যাই বিশেষ কিছু বাস্তু টিপস ৷ এমন করলে বাড়িতে বাস্তুদোষ সৃষ্টি হতে পারে ৷
বাস্তুমতে বাড়িতে য়ে জিনিসপত্র রাখা হয় তার কিছু ইতিবাচক বা নেতিবাচক প্রভাব থাকে ৷ বাড়িতে ইতিবাচক প্রভাব রাকতে গেলে বাস্তুতন্ত্রে ফুল রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে ৷ বাস্তুতন্ত্রবিদেরা অনেক সময়েই বলে থাকেন বাড়িতে তাজাফুল রাখলে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়ে থাকে ৷ বাস্তু অনুসারে সুগন্ধি এইকটি পরিবেশ, মিষ্টি একটি পরিবেশ শান্ত একটি পরিবেশ সৌম্য একটি পরিবেশ ৷
advertisement
ফুলে সুগন্ধ বা সুগন্ধিতে ভুরভুর করে এতে একটি ইতিবাচক প্রক্রিয়া থেকে থাকে ৷ তবে সব থেকে প্রভাবশালী গোলাপের পাপড়ি ৷ বাড়িতে গোলাপের পাপড়ি বা গোলাপের সুবাস এক আলাদা মিষ্টি পরিবেশ সৃষ্টি করে ৷ এতে শান্তির এক পরিবেশ সৃষ্টি হয় ৷ ভয়ের হাত থেকে মুক্তি দিতে পারে গোলাপের পাপড়ি ৷
advertisement
আরও পড়ুন: Money Fall: হাত থেকে পড়ে যাওয়া টাকা বিরাট ইঙ্গিত বহন করে! সময় থাকতে না শুধরালে চরম মূল্য চোকাতে হবে
বাড়িতে গোলাপের সুগন্ধ রাখার জন্য কাঁচের একটি পাত্রে জলে গোলাপের পাপড়ি রাখলে বাড়িতে একটি দারুণ পরিবেশের সৃষ্টি করে ৷ সংসার সুখের হয় হাসিখুশিতে ভরে ওঠে সংসার ৷
advertisement
Disclaimer: উপরোক্ত সমস্ত তথ্য মানতে অনুরোধ বা দাবি করেনা নিউজ ১৮ বাংলা ৷ নিজের বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে মানুন ৷
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Rose Petals Vastu Tips: বাড়ির চেহারা বদলে দিতে পারে গোলাপের পাপড়ি, নিজেকেই নিজে চিনতেই পারবেন না
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement