Panchang 20 April: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন

Last Updated:

সূর্য অবস্থান করবে মেষ রাশিতে। চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশিতে ২০ এপ্রিল রাত ১১টা ৪১ মিনিট পর্যন্ত, এর পরে গমন করবে ধনু রাশিতে।

Today's Panchang, April 20, 2022: Check out Today's Tithi, Shubh muhurat, Rahu Kaal and other details
Today's Panchang, April 20, 2022: Check out Today's Tithi, Shubh muhurat, Rahu Kaal and other details
#কলকাতা: পঞ্চ অঙ্গের (Panchang) সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২০ এপ্রিলের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়েছে। বার হল বুধ এবং এই চতুর্থী তিথি থাকবে ২০ এপ্রিল দুপুর ১টা ৫৩ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি।
advertisement
advertisement
পঞ্জিকা (Panchang) মতে ১৯ এপ্রিল সূর্যোদয় হবে সকাল ৫টা ১৬ মিনিটে, সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৫৪ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২০ এপ্রিল রাত ৯টা ৫৮ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ২১ এপ্রিল সকাল ৮টা ৪৯ মিনিটে।
advertisement
এই ২০৭৮ বিক্রম সম্বতের বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথির নক্ষত্র হল জ্যেষ্ঠা। ২০ এপ্রিল, রাত ১১টা ৪১ মিনিট পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে মূলা নক্ষত্র।
সূর্য অবস্থান করবে মেষ রাশিতে। চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশিতে ২০ এপ্রিল রাত ১১টা ৪১ মিনিট পর্যন্ত, এর পরে গমন করবে ধনু রাশিতে।
advertisement
শুভ মুহূর্ত (Subh Muhurat) : ২০ এপ্রিল অভিজিৎ মুহূর্ত পড়েনি। অমৃতযোগ ২০ এপ্রিল শুরু হচ্ছে দুপুর ৩টে ৩৬ মিনিটে, শেষ হচ্ছে বিকেল ৫টা ০৪ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত (Rahu Kaal) : পঞ্জিকা মতে ২০ এপ্রিল রাহুকাল শুরু হচ্ছে সকাল ১১টা ৩৫ মিনিট থেকে, শেষ হচ্ছে দুপুর ১টা ১০ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Panchang 20 April: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement