Astro Tips: একবার দেখুন তো আপনার হাতের তালুতে এই দাগটা আছে কিনা? মাত্র ৩০%-এর হাতেই থাকে কিন্তু, পরিণতি খুব 'সাধারণ' নয়

Last Updated:

জ্যোতিষশাস্ত্র মতে এমন চিহ্ন থাকলে ব্যক্তির ভাগ্য সব সময় চরমে থাকে বলে মনে করা হয়। সেই ব্যক্তি জীবনে কোনও না কোনও বিষয়ে সুনাম অর্জন করতে পারেন। বিশ্বে মাত্র ৩০ শতাংশ মানুষের হাতে এই চিহ্ন দেখা যায়।

Representative Image, News 18
Representative Image, News 18
হস্তরেখা সরাসরি আমাদের ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত। বলা হয়, এই রেখাগুলি একজন ব্যক্তির ভাগ্য এবং দুর্ভাগ্যের জন্য দায়ী। হাতের রেখা দেখেই কোনও ব্যক্তির ভবিষ্যত সম্পর্কেও আভাস পাওয়া যায়। কানপুরের জ্যোতিষী সুনীল শাস্ত্রীর হস্তরেখা নিয়ে বিস্তারিত জানিয়েছেন। জ্যোতিষাচার্যের মতে, যাঁদের হাতে রাহুর রেখা থাকে, তাঁদের জীবন সুখের হয়। তাঁর জীবনে কোন উদ্বেগ এবং বাধা নেই।
যেমন ধরা যাক, কারও বিবাহের রেখা যদি বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির বিবাহিত জীবন দুঃখজনক বলে ইঙ্গিত দেয়। জ্যোতিষ মতে, যাঁদের হাতে শনি পর্বতের কাছে ক্রুশ চিহ্ন রয়েছে, তাঁদের অশুভ বলে মনে করা হয়। এমন মানুষদের জীবনে মানহানির সম্মুখীন হতে হয়। এই মানুষগুলোর জীবনের শেষটা খুব খারাপ। ঠিক তেমনই অনেকের হাতের রেখায় ইংরেজি ‘এক্স ’(X) বর্ণ বা কাটা চিহ্ন দেখা যায়। এর অর্থ অনেকেই জানেন না।
advertisement
advertisement
জ্যোতিষশাস্ত্র মতে এমন চিহ্ন থাকলে ব্যক্তির ভাগ্য সব সময় চরমে থাকে বলে মনে করা হয়। সেই ব্যক্তি জীবনে কোনও না কোনও বিষয়ে সুনাম অর্জন করতে পারেন। বিশ্বে মাত্র ৩০ শতাংশ মানুষের হাতে এই চিহ্ন দেখা যায়। এঁরা বুদ্ধিমান হন। এঁদের সামনে মিথ্যে বললে ধরে ফেলেন। তবে এটাও ঠিক যে, এই ধরনের মানুষেরা কিন্তু বিশ্বাসঘাতকাতর শিকারও হতে পারেন।
advertisement
(Disclaimer:  উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করে না। নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Astro Tips: একবার দেখুন তো আপনার হাতের তালুতে এই দাগটা আছে কিনা? মাত্র ৩০%-এর হাতেই থাকে কিন্তু, পরিণতি খুব 'সাধারণ' নয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement